TRENDING:

1 June 2023 Daily Horoscopes | রাশিফল ১ জুন: দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
রাশিফল ১ জুন: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ১ জুন: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯

মাঝে মাঝেই ক্লান্ত লাগবে, তেমন হলে বিশ্রাম নেওয়া প্রয়োজন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০

সম্পর্ক হোক বা কাজ, তাকে সময় দিতে হয়; একথা ভুলবেন না।

advertisement

মিথুন: মে ২১ থেকে জুন ২০

যোগাযোগে সমস্যা হতে পারে, তবে এছাড়া দিন নির্বিঘ্নে কাটবে।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২

কর্মোদ্যমে ভাটা পড়বে, তাই নতুন কাজ হাতে নেবেন না।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২

বিশেষ কিছু সম্পর্ক ছেঁটে ফেলাই এবার উচিত হবে, এদিকে মন দেওয়া দরকার।

advertisement

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২

অপ্রয়োজনীয় কাজে শক্তিক্ষয় করবেন না, করলে বৃথা সময় নষ্ট হবে!

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২

মাঝে মাঝে নিজেদের ভালর জন্যই কিছু ছেড়ে দিতে হয়- এটা মনে রাখবেন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১

নিরাপত্তাহীনতা গ্রাস করতে পারে, বিশ্বাসী বন্ধুদের কাছে মন খোলা যেতে পারে।

advertisement

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১

প্রথমে অস্বস্তিকর মনে হলেও কাজের পরিবেশ লক্ষ্যে পৌঁছে দেবে।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯

কর্মক্ষেত্রের প্রকৃত চিত্র স্পষ্ট হবে, সেই মতো ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া যাবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮

অন্যকে ভাল রাখার জন্য নিজেরও ভাল থাকা দরকার- এটা আজ ভুলবেন না।

advertisement

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

কর্মক্ষেত্রের কিছু সিদ্ধান্ত নিয়ে সংশয় কেটে যাবে, তবে চিন্তা-ভাবনা দরকার।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
1 June 2023 Daily Horoscopes | রাশিফল ১ জুন: দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল