মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
মা-বাবা গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আলোচনা করতে পারেন, তাই তার জন্য সময় বের করতে হবে। যে কাজ চলছে, তা প্রায় শেষের পথে।
লাকি সাইন– রঙ-বেরঙের কাচ
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০
নিজের মনের ভয়ের মুখোমুখি হতে হবে এবং সেটাকে কাটাতেও হবে। কোনও কাজ করতে আলস্য এলেও কাজটি খুব শীঘ্রই সম্পন্ন করে জমা দিতে হবে।
advertisement
লাকি সাইন– একটি পাইরাইট পাথর ৷
মিথুন: মে ২১ থেকে জুন ২০
আশেপাশে থাকা কোনও বিষাক্ত মনোভাবাপন্ন মানুষ খুব শীঘ্রই সরে যেতে পারে। স্কুলের পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার পরিকল্পনা তৈরি হতে পারে।
লাকি সাইন– একটি ই-মেল
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২
আর কিছুদিনের মধ্যে নিজের নতুন জায়গা উপভোগ করতে পারবেন। মনের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে বাধা-বিপত্তি আসতে পারে।
লাকি সাইন- একটি ঐতিহ্যবাহী স্থান
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
নিজের চিন্তা-ভাবনা দমন করে রাখলে নানা বিভ্রান্তি তৈরি হতে পারে। অফিসিয়াল কোনও প্রজেক্টের প্রধান দায়িত্বে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে।
লাকি সাইন- একটি নতুন বিল্ডিং
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
যে আত্মবিশ্বাস এত দিন খুঁজে বেড়াচ্ছিলেন, কারওর সঙ্গে কথোপকথনের পরে তা অর্জন করতে পারবেন।
লাকি সাইন- একটি পার্ক
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
আজকের দিনটা আশার আলো দেখাবে, আর সেটাই খুঁজে নিতে হবে। রুটিন থেকে কিছু কিছু সময় নিজেকে সরিয়ে রাখতে ইচ্ছে করবে।
লাকি সাইন- একটি গ্রাফিতি বা দেওয়াল-চিত্র
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
আপনার কৃতিত্ব কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং তাতে সে সফল হতেও পারে। আজ সব কিছু বিক্ষিপ্ত বলে মনে হতে পারে।
লাকি সাইন– একটি সেরামিকের জগ ৷
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
বিভিন্ন মানুষ আপনার জায়গায় থাকার ইচ্ছে প্রকাশ করতে পারেন। তাই নিজের বর্তমান এবং ভবিষ্যতের কাজ আড়ালেই রাখতে হবে।
লাকি সাইন– মার্বেলের তাক
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
কোনও কিছুর পিছনে দৌড়ে বেড়ানো সার্থক না-ও হতে পারে। মাথায় নতুন আইডিয়া এলে তা বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম ভাগটা বেশ কঠিনই হবে।
লাকি সাইন– একটি পাথরের আংটি
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
কিছু জল্পনা করে তার ভিত্তিতে ভবিষ্যতের পরিকল্পনার জন্য আজকের দিনটা আদর্শ। কোনও প্রবীণ ব্যক্তি পরামর্শ দিলে সেটা উপকারী বলেই গণ্য হবে।
লাকি সাইন– একটি আমন্ড ৷
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
আশেপাশের কোনও মানুষ আপনার বিষয়ে হয় তো একটু বেশিই কৌতূহল প্রকাশ করবেন। পুরনো কোনও প্রেমিক আবার ফিরে আসতে পারে।
লাকি সাইন- একটি পুরনো কলম
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
আরও পড়ুন: পঞ্জিকা ২৯ অক্টোবর: সূর্যের অবস্থান তুলাতে, চন্দ্র বৃশ্চিক রাশিতে, দিনের শুভ মুহূর্তে বিশাল সংযোগ
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।