মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
নিজের সমস্ত অনুভূতি একসঙ্গে প্রকাশ করতে হবে। সকালের দিকে কাজের গতি থাকবে।
লাকি সাইন– একটি তারা
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
অন্যরা আপনাকে বোঝার চেষ্টা করলেও আপনি তাঁদের কাছে অনেকটা রহস্যের মতো। পুরনো কোনও সুযোগ পুনর্বিবেচনা করে দেখতে পারেন।
advertisement
লাকি সাইন– একটি সেরামিকের টব
আরও পড়ুন: অভাব জয় করে স্বপ্নের আকাশে, বিস্ময়ের নাম হায়দার আলি! জলপাইগুড়িতে রাস্তাও হল তাঁর নামে
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
আপনার ঘনিষ্ঠ কেউ আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ না-ও করতে পারেন। এটাই সাধারণ ব্যাপার। আপনাকেও সেই মানুষটার পরিস্থিতি এবং অবস্থা বুঝতে হবে।
লাকি সাইন– একটি নাইটিঙ্গেল
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
যদি কারও থেকে ধার টাকা ধার করে থাকেন, তা-হলে তাঁর সঙ্গে আপনার সম্পর্ক ঝুঁকির মুখে থাকতে পারে। মা-বাবার পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়।
লাকি সাইন- কিছু কার্ডবোর্ডের বাক্স
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আপনার এবং আপনার সিনিয়রের রসায়ন আগের তুলনায় ভাল হবে। পরবর্তী ধাপে পৌঁছতে কিছুটা সময় লাগতে পারে।
লাকি সাইন- একটি শুঁয়োপোকা
আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ সিবিআইয়ের, তলবের তালিকায় দারুণ চমক!
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আপনার কিছু ঘনিষ্ঠ বন্ধু আপনাকে সারপ্রাইজ দিতে পারেন। নিজের সম্ভাবনা এবং ক্ষমতা বাড়ানোর জন্য কিছু তথ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।
লাকি সাইন- একটি গ্রহরত্ন
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কিছু কিছু সময় আমরা নিজেদের অনুভূতি বুঝে উঠতে পারি না। সে-ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। নিজের অপরাধবোধ থেকে বেরিয়ে আসতে হবে।
লাকি সাইন- একটি কাস্ট আয়রন বা ঢালাই লোহার প্যান
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অতীতে কোনও কিছু বা কারও থেকে আঘাত পেয়ে থাকলে সেটা প্রকাশ করতে হবে। বহুদিন পর বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
লাকি সাইন– একটি বড় পার্ক
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
বাকি থাকা কিংবা থমকে থাকা কাজ শুরু করতে হবে। ঘরের দায়-দায়িত্ব নিয়ে আজ একটু সমস্যায় পড়তে হতে পারে।
লাকি সাইন– একটি গাঁদা ফুল
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
যাঁরা স্টক মার্কেটে ব্যবসা করছেন, তাঁদের কিছু অর্থ উপার্জনের যোগ রয়েছে। আপনার প্রত্যাশা অনুযায়ী কোনও ব্যবসায়িক বৈঠক সম্পন্ন হতে পারে।
লাকি সাইন– একটি নিয়ন আলো
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
অন্যান্য সময়ের তুলনায় কাজের চাপ বেশি থাকতে চলেছে। সে-ক্ষেত্রে মিউজিক আপনার জন্য খুবই ভাল থেরাপির কাজ করবে। ছোট্ট ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
লাকি সাইন– রেট্রো মিউজিক
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
দলগত ভাবে কোনও কিছু পরিকল্পনা করে থাকলে তা বাস্তবায়িত হওয়ার দিকে এগোবে। আর্থিক অবস্থাও ভাল থাকবে।
লাকি সাইন- একটি কাচের দরজা
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
