ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ২, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
আরও পড়ুন - কাড়ি কাড়ি ওষুধ ফেল! হাজার চেষ্টাতেও ব্লাড সুগার কন্ট্রোল হয় না, চমকপ্রদ 'ফল' দেবে এই 'ফুল'!
এই হিসেবে সংখ্যা ২ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ চন্দ্র। আর একারণেই সংখ্যা ৬-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে, তাঁরা সংখ্যা ২-এর পক্ষে দারুন উপযুক্ত । কেন?
কারণ, সংখ্যা ৬ অঙ্গীকারের সংখ্যা, সেই জন্যেই-
- ২ এবং ৬ সংখ্যার জাতক জাতিকার মধ্যে ভাল সম্পর্ক গড়ে উঠতে পারে। উভয়ই অঙ্গীকারের সংখ্যা।
- তাই বিবাহ এবং ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য সর্বোত্তম জুটি হতে পারে।
- ৬ সংখ্যার জাতক জাতিকা পরিবার এবং বন্ধুদের সঙ্গে থাকতে ভালবাসেন। ২ সংখ্যার জাতক জাতিকারা আবার সেই সম্পর্কগুলিকে সুন্দর করার সব রকম চেষ্টা করে যান।
- এঁরা দায়িত্বের সঙ্গে যেকোনও প্রতিশ্রুতি এবং কর্তব্য পূরণ করেন।
- তবে ২ কে ৬-এর সঙ্গে কাজ করার সময় খানিকটা মানসিক ভারসাম্য অর্জন করতে শিখতে হবে।
- এই দুই সংখ্যাই সামাজ কল্যাণ, সরকার এবং দেশের জন্য ব্যাপকভাবে কাজ করতে পারে।
- ৬ সংখ্যার জাতক জাতিকার যদি কোনও একক বা অংশীদারি ব্যবসা থাকে তাহলে তাঁদের মোবাইলের মোট সংখ্যা ২ হলে ভাল হয়।
- একই ভাবে ২ সংখ্যার জাতক জাতিকা যদি দুধ, সৌন্দর্য পণ্য, সাজসজ্জা, কমিশনিং, প্রতিরক্ষা পরিষেবা, কাপড়, ওষুধ, গহনা, জল, আইন এবং খাদ্য সংক্রান্ত ব্যবসায় যুক্ত হন তা হলে তাঁদের মোবাইলের মোট সংখ্যা ৬ হলে ভাল।
আবার, সংখ্যা ৭, যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে, তাঁরা সংখ্যা ২-এর পক্ষে উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন। তবে তাঁদের মধ্যে দ্বন্দ্বও নিশ্চিত। কেন?
আরও পড়ুন - ব্লাড সুগার থেকে বাঁচতে চান? মেনে চলুন এই কয়েকটি টোটকা, রক্তে চিনি কমবেই
- সাধারণত ২ সংখ্যার জাতক জাতিকারা প্রায়ই ৭ সংখ্যার জাতক জাতিকার সঙ্গে জুড়ে থাকেন। একসঙ্গে থাকলেও তাঁদের চিন্তা ভাবনায় একটা দ্বন্দ্ব থেকেই যায়।
- ৭ সংখ্যার জাতক জাতিকারা অনেকটা যুক্তিবাদী হয়ে থাকেন, কিন্তু ২ সংখ্যার জাতক জাতিকারা অনেক বেশি আবেগ প্রবণ। ফলে সম্পর্কের ক্ষেত্রে অসন্তোষ তৈরি হতে পারে।
- কিন্তু ৭ এবং ২ সংখ্যার জাতক জাতিকা জীবনের সমস্ত ক্ষেত্রে একে অপরকে সহায়তা করে চলেন।
- ব্যবসায়িক ক্ষেত্রেও লাভের মুখ দেখা সম্ভব।
- কিন্তু যদি কারও নাম সংখ্যার মোট ৭ হয়, তবে জন্ম তারিখের নিরিখে ২ সংখ্যার জাতক জাতিকার সঙ্গে তাঁদের মিল কম হয়।
- এমন দম্পতিদের ক্ষেত্রে উভয়েই ভগবান শিবের দুগ্ধাভিষেক করতে পারেন প্রতিকার হিসেবে। ২ ভগবান চন্দ্র এবং ৭-এর অধিপতি কেতু। এরা সকলেই ভগবান শিবের অনুসারী। তাই ভগবান শিবের আশীর্বাদ প্রয়োজন।