ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৫, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
আরও পড়ুন: বিরাট সিদ্ধান্ত বামেদের, এবার ঘর ওয়াপসি শুরু করছে CPIM! যা ঘটবে, তীব্র আলোড়ন দলেই
এই হিসেবে সংখ্যা ৫ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ রাহু। আর একারণেই সংখ্যা ৬-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে, তাঁরা সঙ্গে সংখ্যা ৫-এর জন্য অত্যন্ত শুভ। কেন?
- সংখ্যা ৫ ও সংখ্যা ৬-এর মধ্যে একটি মজবুত ও দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে।
- দাম্পত্য হোক বা পেশাদার অংশীদারিত্ব অথবা সহকর্মী বা, এমনকী কর্মক্ষেত্রে অধঃস্তন-ঊর্ধ্বতন সম্পর্ক হলেও তা খুব ভাল হতে পারে।
- এরা একসঙ্গে থাকলে খুব সমৃদ্ধ জীবন কাটাতে পারে।
- ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারিত্ব হলে খুব দ্রুত উন্নতি সম্ভব।
- এরা সাধারণত খুব রোমান্টিক ও তারুণ্যে ভরপুর হয়ে থাকে। একইসঙ্গে এরা খুব দৃঢ় এবং বহুমুখী প্রতিভার অধিকারী।
- এরা সব সময় নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পছন্দ করে, তা সে কর্মক্ষেত্র হোক বা বিবাহ।
শুভ রং: সাদা ও আকাশি
শুভ দিন: বুধ ও শুক্রবার
শুভ সংখ্যা: ৫
দান: দয়া করে গবাদি পশুকে জল দান করুন।
আরও পড়ুন: পায়ে লেখা নাম-মোবাইল নম্বর, রহস্যজনক পায়রাকে ঘিরে তোলপাড় পশ্চিমবঙ্গ!
আবার সংখ্যা ৭, যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে, সংখ্যা ৫-এর সঙ্গে সুখী হতে পারে না, কারণ-
- সাধারণত সংখ্যা ৭ খুবই দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে।
- কারও জন্ম সংখ্যায় দুইয়ের প্রভাব থাকলে তারা খুব স্বপ্রতিভ, বুদ্ধিমান, যু্ক্তিবাদী হয়ে থাকে। একই সঙ্গে খানিকটা আত্মকেন্দ্রিকও হয়।
- সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এরা সিদ্ধহস্ত।
- তবে এদের এই অতিবাস্তবাদিতা এবং আত্মকেন্দ্রিকতার কারণে বেশির ভাগ সময়ই এরা বন্ধুবিচ্ছেদ বা সম্পর্কবিচ্ছেদের সম্মুখীন হয়।
- ফলে সামান্য হলেও আবেগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
- ক্রীড়া, রাজনীতি, সফওয়্যার, ট্রেডিং, ভ্রমণ, টেলিকম, স্পনসরশিপ, গ্ল্যামার জগতে এরা সেরা।
- এই দুই সংখ্যার মধ্যে বৈবাহিক সম্পর্ক তৈরি হলে এবং তা টিকিয়ে রাখতে হলে দু’জনকেই তাদের আবেগকে গুরুত্ব দিতে হবে। পার্থিব চাওয়া পাওয়ার থেকে সম্পর্ককে বেশি মূল্য দিতে হবে।
শুভ রং: সবুজ
শুভ দিন: বুধ ও সোমবার
দান: দয়া করে আশ্রমে মুসুর ডাল দান করুন