ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৬, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
আরও পড়ুন: সামনেই ছিলেন মীনাক্ষী, সেখানেই পুলিশকে ঠাসিয়ে চড়! নিন্দার ঝড় উঠল সর্বত্র
এই হিসেবে সংখ্যা ৬ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ রাহু। আর একারণেই সংখ্যা ৫-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে, তাঁরা সংখ্যা ৬-এর জন্য দারুন গুরুত্বপূর্ণ। কেন?
- সংখ্যা ৬ ও সংখ্যা ৫-এর মধ্যে সব থেকে সুন্দর ও কাঙ্ক্ষিত সম্পর্ক তৈরি হতে পারে।
- আসে এরা দু’জনে একসঙ্গে সমস্ত কাজ খুব সহজে সমাধান করার ক্ষমতা রাখে। এমনকী অসম্ভবও সম্ভব হয়।
- সৌভাগ্য সব সময় এদের সঙ্গে থাকে। তাই কারও জন্ম সংখ্যায় এই দু’টি সংখ্যা দারুণ কাঙ্ক্ষিত।
- সংখ্যা ৬ হল শুক্র গ্রহের প্রতিনিধি। যা সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য নিয়ে আসে।
- একই ভাবে সংখ্যা ৫ সুবর্ণ সুযোগ আকৃষ্ট করার ক্ষমতা রাখে। ফলে এরা একসঙ্গে থাকলে জীবনে দারুন সাফল্য আসতে পারে। ক্রীড়া, অভিনয়, শেয়ার বাজার, সৌন্দর্য পণ্য ও পোশাক, খাদ্য, সরকারি আধিকারিক হিসেবে এরা সব থেকে বেশি সফল হতে পারে।
শুভ রং: অ্যাকোয়া ও সাদা
শুভ দিন: বুধ ও শুক্রবার
শুভ সংখ্যা: ৫ ও ৬
দান: দয়া করে কোনও মহিলাকে কাচের চু়ড়ি দান করুন।
আরও পড়ুন: দশম শ্রেণি উত্তীর্ণদের জন্য সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ! অবশ্যই জানুন
আবার সংখ্যা ৭, যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে, তারাও সংখ্যা ৬-এর সঙ্গে থাকলে জীবন সহজ হয়ে যেতে পারে, কারণ-
- সংখ্যা ৭ হল কেতুর প্রতিনিধি। এই সংখ্যার জীবনে নানা উত্থান পতন। জীবনে অনেক কিছু হারানোর মধ্যে দিয়েই এরা শিক্ষা লাভ করে।
- সেখানে যদি সংখ্যা ৬-এর হাত ধরে এরা চলতে পারে, তা হলে অনেকটা সুরাহা হতে পারে।
- ব্যক্তিগত ক্ষেত্রে এরা দু’জন একসঙ্গে থাকলে জীবনের পথ মসৃণ হতে পারে।
- সংখ্যা ৭-এর পারিবারিক জীবনে ভালবাসা পাওয়ার জন্য সংখ্যা ৬-এর থাকা খুব জরুরি। বন্ধুদের ক্ষেত্রেও একই কথা সত্যি।
- সংখ্যা ৭ বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা উপকৃত হয়ে থাকে। বিশেষত সেই মানুষটির মাস্টার নম্বর যদি ৬ হয়।
- দাম্পত্যের ক্ষেত্রেও যাঁদের হায়ার নম্বর ৭ তাঁরা যদি সংখ্যা ৬-এর সঙ্গে থাকে তাহলে বিশ্বাস, আনুগত্য, ভালবাসা বাড়ে।
শুভ রং: টিল
শুভ দিন: সোম ও শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: দয়া করে আশ্রমে ধাতুর বাসন দান করুন