TRENDING:

Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২১ জুন; দেখে নিন কেমন যাবে কালকের দিন

Last Updated:

সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে! (Numerology Suggestions)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
Numerology Suggestions
Numerology Suggestions
advertisement

#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):

কর্মদক্ষতার চেয়ে কাল পড়াশোনা/ট্রেনিং চাকরি পেতে বেশি কাজে আসবে, যে কোনও পরিস্থিতিতে সাফল্য মিলবে।

শুভ রঙ: বাদামি

শুভ দিন: রবিবার

শুভ সংখ্যা: ১

দান: অনুগ্রহ করে ভিক্ষুকদের বাদামি চাল দান করুন

আরও পড়ুন: 'সাদা'মাটা পোশাক, কিন্তু এক জায়গায় গভীর ফাঁক! ভাইরাল দিশার ছবি

advertisement

#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):

কাল সবার কাছ থেকে সমাদর এবং ভালোবাসা পাবেন, তবে সাবধান, কেউ আপনার সারল্যের সুযোগ নিতে পারে।

শুভ রঙ: আকাশি নীল

শুভ দিন: সোমবার

শুভ সংখ্যা: ২

দান: অনুগ্রহ করে মন্দিরে দুধ/তেল দান করুন

#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):

advertisement

ঘনিষ্ঠদের মধ্যেই লুকিয়ে আছে বিশ্বাসঘাতকেরা, তাই কাল লোক বুঝে মনের কথা ভাগ করে নেবেন।

শুভ রঙ: কমলা এবং লাল

শুভ দিন: বৃহস্পতিবার

শুভ সংখ্যা: ৩

দান: অনুগ্রহ করে শিশুদের হলুদ রঙের পেন/পেনসিল দান করুন

আরও পড়ুন: বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুর, সামনে এল 'শামসেরা'-র ঝলক! দেখুন

#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):

advertisement

সাফল্যের লক্ষ্যে কাল থেমে থাকলে চলবে না, চিন্তা নেই, সব কাজ সময়ের মধ্য়েই শেষ হয়ে যাবে।

শুভ রঙ: নীল

শুভ দিন: শনিবার

শুভ সংখ্যা: ৯

দান: অনুগ্রহ করে কোনও ভিক্ষুককে বস্ত্র দান করুন

#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):

বন্ধু/আত্মীয়দের কাল আপনার সাহায্যের দরকার হবে, ব্যক্তিগত থেকে কর্মজীবন সবেতেই সাফল্য মিলবে।

advertisement

শুভ রঙ: সি-গ্রিন

শুভ দিন: বুধবার

শুভ সংখ্যা: ৫

দান: অনুগ্রহ করে সবুজ শাক-সবজি দান করুন

#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):

কাজ করার ধরন এবং মনোরঞ্জক ক্ষমতার জন্য কাল সব বাধা ভেদ করে সাফল্য অর্জন করবেন।

শুভ রঙ: টিল

শুভ দিন: শুক্রবার

শুভ সংখ্যা: ৬

দান: অনুগ্রহ করে দরিদ্রদের মিষ্টান্ন দান করুন

#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):

কাল যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য মিলবে, অতএব ব্যবসায় ঝুঁকি নিয়ে দেখা যেতে পারে।

শুভ রঙ: হলুদ

শুভ দিন: সোমবার

শুভ সংখ্যা: ৭

দান: অনুগ্রহ করে মন্দিরে তেল দান করুন

#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):

একটানা কঠোর পরিশ্রম করলে তবেই কাল ভাগ্য খুলবে, বুদ্ধির যথাযথ প্রয়োগে অর্থলাভের সম্ভাবনা আছে।

শুভ রঙ: সি-ব্লু

শুভ দিন: শুক্রবার

শুভ সংখ্যা: ৬

দান: অনুগ্রহ করে কোনও ভিক্ষুককে কলা দান করুন

#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):

বিশেষ করে মহিলাদের জন্য কালকের দিনটি খুবই ভালো, সার্বিক ভাবে জীবনের সব স্তরেই সাফল্য এবং সমাদর মিলবে।

শুভ রঙ: লাল এবং কমলা

শুভ দিন: মঙ্গলবার

শুভ সংখ্যা: ৩, ৯

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দান: অনুগ্রহ করে পরিচারিকা/ভিক্ষুককে ডালিম দান করুন

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২১ জুন; দেখে নিন কেমন যাবে কালকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল