দেখে নেওয়া যাক ইংরেজি U অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!
- নামের আদ্যক্ষর U হলে জাতক-জাতিকার মাথায় সর্বদা নতুন চিন্তা-ভাবনা ঘুরতে থাকে।
- যে কোনও কাজে এঁরা সবার আগে উদ্যোগ নেন।
- এঁরা সুযোগের পূর্ণ ব্যবহার করেন।
advertisement
- সৃজনশীল তো বটেই, এঁদের চিন্তা-ভাবনা একই সঙ্গে বাস্তববাদীও।
- সত্যি কথা বলতে পছন্দ করেন এঁরা।
- অতীত বিলাসিতা এঁদের স্বভাবে নেই, এঁরা বর্তমানে বাঁচতে পছন্দ করেন।
- কর্মফলে বিশ্বাস করেন বলে এঁরা ভুল করেন না।
- যে কোনও ক্ষেত্রে পরিশ্রমী স্বভাব এঁদের জীবনে সাফল্য নিয়ে আসে।
- এই আদ্যক্ষরের তরুণ-তরুণীদের ক্রীড়াজগতে বিখ্যাত হওয়ার সম্ভাবনা থাকে।
- এঁদের স্বভাব বেশ হিসেবি হয়ে থাকে।
আরও পড়ুন: বিরাট বদল আবহাওয়ায়! ফিরছে শীত? সঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট! হাওয়া অফিসের পূর্বাভাস
- সফটওয়্যার, ট্রেনিং, কমিশনিং, এক্সপোর্ট-ইমপোর্ট, সঙ্গীত, সাহিত্য, ফার্ম অডিটিং, বিজ্ঞাপন, কনসালটেশন, ফ্যাশন, হোটেল, ব্যাঙ্কের কাজ এঁদের জন্য আদর্শ ।
আরও পড়ুন: জোটে জট, কংগ্রেসকে প্রার্থী ফেরাতে আবেদন বামেদের! লালের সঙ্গে হাত কি মিলবে?
শুভ রঙ- কমলা, হলুদ। এই রঙের পোশাক পরলে ভাগ্য সহায় হবে।
শুভ বার- বৃহস্পতিবার
সৌভাগ্য পেতে যা করতে হবে:
- অনুগ্রহ করে দরিদ্র বা ভিক্ষুককে হলুদ ভাত দান করতে হবে।
- সকালে গুরু মন্ত্র জপ করতে হবে।
- কপালে চন্দনের টিকা দিয়ে কাজ শুরু করা উচিত।
- বাড়িতে তুলসি গাছ রাখতে হবে, সেখানে বা গুরুর কাছে দীপদান করতে হবে।
- কর্মক্ষেত্রে ধাতুর কোনও দ্রব্য না রাখাই ভাল, তার বদলে কাঠ ব্যবহার করতে হবে।
- আমিষ, মদ, তামাক, চর্মজ সামগ্রী পরিহার করতে হবে।