মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে সময়। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম অনুযায়ী ফলও পাবেন তাঁরা। যাঁরা চাকরিজীবী, তাঁদের বড়সড় খরচের সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল।
প্রতিকার: সূর্যোদয়ের সময় রোদ পোহালে (১৫ থেকে ২০ মিনিট মতো) সমস্ত রোগ থেকে মুক্তি লাভ সম্ভব।
আরও পড়ুন: ভয়াবহ! মর্মান্তিক মোরবিতে বিজেপি সাংসদের গোটা পরিবার শেষ, ১২ সদস্যের মৃত্যু!
advertisement
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০
অনুকূল ভাবেই চাকরিজীবীরা আজ নিজেদের কাজ সম্পন্ন করতে পারবেন। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন থেকেই কিছু পরিকল্পনা ছকে রাখা যেতে পারে। এই সময়টায় বিনিয়োগ কিংবা ব্যাঙ্কের কাজে বেশ ব্যস্ত থাকতে হতে পারে।
প্রতিকার: অনুগ্রহ করে গুরুজন অথবা প্রবীণদের আশীর্বাদ নিন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০
আজ নিজের দক্ষতা এবং কাজ করার ক্ষমতার মাধ্যমে যে কোনও কাজ সম্পূর্ণ করতে পারবেন। তবে আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। চাকরির ক্ষেত্রে কোনও বোনাস অথবা প্রোমোশন মিলতে পারে।
প্রতিকার: অনুগ্রহ করে সব সময় পকেটে রৌপ্য মুদ্রা রাখুন, এতে সম্পদ বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: শিক্ষা দিল গুজরাত! রাজ্যের ঝুলন্ত ব্রিজ, উড়ালপুলগুলি নিয়ে তড়িঘড়ি রিপোর্ট তলব নবান্নের
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২
আর্থিক অবস্থার উন্নতিসাধন ঘটবে। কাজের ক্ষেত্রে আজ পদোন্নতির মুখ দেখার সম্ভাবনা প্রবল। বেতনভুক মহিলারা আজ কোনও বিশেষ কর্তৃত্ব পেতে চলেছেন। এই রাশির জাতক-জাতিকার সততা এবং সঠিক কর্মক্ষমতা আধিকারিকদের মন জয় করে নেবে।
প্রতিকার: অনুগ্রহ করে হনুমানজিকে সিঁদুরে লাল উত্তরীয় নিবেদন করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
নিজের দক্ষতা এবং কাজের ধারা আরও উন্নত করার জন্য সিংহ রাশির জাতক-জাতিকাদের বিশেষ প্রয়াস করতে হবে। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আন্তরিক ব্যবহার করতে হবে। আর পেশাগত এবং ব্যক্তিগত জীবনেও মিলবে লাভের স্বাদ।
প্রতিকার: অনুগ্রহ করে একটি বহমান জলধারায় ৮ টুকরো কয়লা প্রবাহিত করুন, এতে কাজের ক্ষেত্রে উন্নতি আসবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
এই সময় ব্যবসা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিলে তা বেশ ভালই হবে। আর্থিক ক্ষতির পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকী উন্নতিতেও বাধা আসতে পারে। তবে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
প্রতিকার: অনুগ্রহ করে মাছদের খাওয়ান
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় এসে গিয়েছে। ব্যবসায় ওঠা-পড়ার ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে। নতুন প্রযুক্তির মাধ্যমে নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
প্রতিকার: অনুগ্রহ করে সিনিয়রদের আশীর্বাদ নিন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
অফিসে বেশ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে। এই সময় রিয়েল এস্টেট ব্যবসায় লাভের মুখ দেখার সম্ভাবনা প্রবল। অন্য কারও সঙ্গে নিজের ব্যবসার প্রক্রিয়া অথবা প্রণালী শেয়ার না-করাই ভাল।
প্রতিকার: অনুগ্রহ করে নিজের সঙ্গে চাল অথবা মাকে রাখুন, এটি অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
বিনিয়োগের নামে প্রতারণার হাত থেকে বাঁচতে হবে। অপরিচিত কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করা চলবে না। ইন্টারভিউয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনও প্রয়োজনীয় চুক্তি এই রাশির জাতক-জাতিকার ধৈর্য্য বাড়াতে সাহায্য করবে। বিভ্রমের মধ্যে পড়লে চলবে না। সহকর্মীদের বিশ্বাস জয় করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। ব্যবস্থার উপর ভরসা থাকতে হবে।
প্রতিকার: অনুগ্রহ করে হনুমান চালিসা পাঠ করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
ব্যবসার ক্ষেত্রে অংশীদারিত্ব আপনার অনুকূলেই থাকবে। পেশাগত ক্ষেত্রে আপনার কৃতিত্ব বাড়তে চলেছে। উচ্চপদস্থরা আপনার উপর সন্তুষ্ট থাকবেন। নেতৃত্ব দানের বাতাবরণ তৈরি হবে। নিজের দায়িত্ব খুব সুন্দর ভাবেই সম্পূর্ণ করতে পারবেন। আর্থিক উপযোগিতাও হবে দুর্দান্ত। কাজের ক্ষেত্রে স্বচ্ছ থাকবেন।
প্রতিকার: অনুগ্রহ করে পঞ্চামৃত সহযোগে ভগবান শিবের অভিষেক করতে হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
কাজের ক্ষেত্রে নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেতে চলেছেন। আয় বাড়ানোর জন্য কিছু ভাল সুযোগ পেতে পারেন। আজ ব্যবসার ক্ষেত্রেও ভাগ্য সহায় হবে। এই রাশির জাতক-জাতিকাদের ভাল ব্যবহার পরিবারের সদস্যদের মন জয় করে নেবে।
প্রতিকার: অনুগ্রহ করে ভগবান গণেশকে মোদক নিবেদন করুন
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
আর্থিক উন্নতির সুযোগ বাড়তে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে পারফরমেন্স আরও ভাল হবে। পেশাদারিত্ব বজায় রাখতে হবে। নতুন কাজ শুরু করার জন্যও সময়টা আদর্শ। সহকর্মীদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। প্রতিযোগিতার ক্ষেত্রে কার্যকর থাকবেন। ব্যবসার ক্ষেত্রে কেরিয়ারে অগ্রগতি দেখা যাবে।
প্রতিকার: অনুগ্রহ করে গুরুজনদের আশীর্বাদ নিন এবং তার পরেই বাড়ি থেকে বেরোন।