TRENDING:

Mangal Gochar 2022: গোচর মঙ্গলময়! মঙ্গলের রাশি পরিবর্তনে ধনবর্ষা হতে চলেছে এই চার রাশির ভাগ্যে

Last Updated:

মঙ্গলের এই সাম্প্রতিক গোচর কোন কোন রাশির জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে তা দেখে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রায় সমস্ত গ্রহ, নক্ষত্রই বদলাচ্ছে তাদের অবস্থান। রাশি অনুযায়ী এই বদলের প্রভাব পড়বে মানুষের জীবনে, ভারতীয় জ্যোতিষশাস্ত্র এমনই মনে করে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১৬ অক্টোবর মিথুন রাশিতে গমন করতে চলেছেন মঙ্গল। যখনই কোনও গ্রহ রাশি পরিবর্তন করে, তখনই তার প্রভাব বারোটি রাশির জাতক-জাতিকার উপর দেখা যায়। এই গোচর কোনও কোনও রাশির জন্য শুভ ফল দেয়, আবার কোনও কোনও রাশির জন্য তা অশুভ বলে প্রতিভাত হয়। মঙ্গলের এই সাম্প্রতিক গোচর কোন কোন রাশির জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে তা দেখে নেওয়া যাক।
গোচর মঙ্গলময়! মঙ্গলের রাশি পরিবর্তনে ধনবর্ষা হতে চলেছে এই চার রাশির ভাগ্যে
গোচর মঙ্গলময়! মঙ্গলের রাশি পরিবর্তনে ধনবর্ষা হতে চলেছে এই চার রাশির ভাগ্যে
advertisement

ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল গ্রহের গোচর হবে ১৬ অক্টোবর দুপুর ১২টা বেজে ৪ মিনিটে। আবার পনেরো দিন পরে অর্থাৎ ৩০ অক্টোবর, সন্ধ্যা ৬টা বেজে ১৯ মিনিটে মঙ্গল বক্রী হবেন। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই বক্রী অবস্থানেই থাকবেন মঙ্গল। এই সময়ে, কিছু রাশির জাতক-জাতিকার ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে।

আরও পড়ুন--জঞ্জালের স্তূপ থেকে বিড়াল খুঁজে বের করতে পারবেন! মাত্র ৩০ সেকেন্ডে পারলে জানবেন রেকর্ড করলেন আপনি

advertisement

মেষ-

মিথুন রাশিতে মঙ্গলের গোচরের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্য আসতে চলেছে। তাঁদের জীবনে একটি বড় পরিবর্তন দেখা যাবে। কর্মক্ষেত্রে সমাদর লাভ, উর্ধ্বতনের সহযোগিতা মিলবে। মঙ্গল গোচর চলাকালীন সময়ে কাজের প্রশংসাও পাওয়া যাবে। পরিবারের সমর্থন পাওয়া যাবে।

বৃষ-

মঙ্গলের গোচরের বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। জাতক-জাতিকা যদি কোথাও বিনিয়োগ করে থাকেন তবে লাভ হবে। তবে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা মিলবে। কিন্তু কথাবার্তায় সংযম রাখতে হবে। যে কোনও সিদ্ধান্ত নিতে হবে সতর্ক ভাবে।

advertisement

আরও পড়ুন- সম্পদ ও বুদ্ধিমত্তার অধিপতি বুধের গোচর সামনেই; এই তিন রাশির বদলাবে জীবন

সিংহ-

এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থনৈতিক সুবিধার পাশাপাশি ব্যয়ও থাকবে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাওয়া যাবে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা। শেয়ার বাজারে বিনিয়োগের জন্যও সময়টি অনুকূল। তবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার।

advertisement

কুম্ভ-

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

কুম্ভ রাশির জাতক-জাতিকারাও এই সময়ে অনুকূল ফল পাবেন। এই রাশির পরিক্রমণে মঙ্গল পঞ্চম ঘরে থাকবে, যা সন্তান, শিক্ষা, জ্ঞান এবং ভালোবাসার ঘর বলে কথিত। তবে এই সময় কোনও সহজ পন্থা অবলম্বন না করাই ভাল। এই সময়ের মধ্যে করা যে কোনও বিনিয়োগ ভবিষ্যতে সুফল দেবে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Mangal Gochar 2022: গোচর মঙ্গলময়! মঙ্গলের রাশি পরিবর্তনে ধনবর্ষা হতে চলেছে এই চার রাশির ভাগ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল