সহজ ভাবে বলতে গেলে ভাগ্য সর্বদা পরিবর্তনশীল, লক্ষ্মীও সদাই চঞ্চলা। অতএব, ধনভাগ্যের কথাই যদি ওঠে বিশেষ করে, তবে বলতেই হয় যে তা আজ সোনার মতো চমকালে কাল লোহার মতো মরচে পড়তেই পারে!
আর বিশদ বললে উল্লেখ করতে হয় গ্রহের গোচরের কথা- নবগ্রহের অন্যতম মঙ্গলের গোচরের কথা। তিনি সম্প্রতি প্রবেশ করেছেন কর্কট রাশিতে, ১ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। ভারতীয় জ্যোতিষে মঙ্গলকে সাহস, শৌর্য, বীর্য, ভূমি, ভূমি, সম্পদ, বিবাহ এবং দুর্ঘটনারও কারক গ্রহ বলে চিহ্নিত করা হয়েছে। ফলে, মঙ্গলের এই গোচর সবার পক্ষে মঙ্গলময় নাও হতে পারে, কিন্তু এই তিন রাশির পক্ষে ১ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত তা শুভ ফল দেবে।
advertisement
আরও পড়ুন– রাশিফল জুন ২০২৩; দেখে নিন কেমন যাবে এই মাস
মেষ- এটি মঙ্গলের নিজস্ব গ্রহ। ফলে, এই গোচরে মেষরা সৌভাগ্যবান হবেন। বলা হচ্ছে যে গোচরকালে মেষের চতুর্থ কক্ষে প্রবেশ করেছেন মঙ্গল। এই কক্ষটি মাতৃভাগ্য এবং সম্পদের সূচক। ফলে, পরিবারে সুখ বজায় থাকবে। এই সময়কালে মেষদের যানবাহন ক্রয়ের যোগ আছে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। সেই সূত্র ধরে ধনাগমও হবে।
কর্কট- কর্কট রাশিতেই গোচর হয়েছে মঙ্গলের। গোচরের পরে তিনি অধিষ্ঠান করেছেন ক্ষমতা তথা প্রভাব বৃদ্ধির কক্ষে। ফলে, এই সময়কালে কর্কটদের ব্যক্তিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়বে। এই সময়ে শুরু করা যে কোনও কাজ সার্থক হবে, জীবনে সাফল্য আসবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, উপার্জনের নতুন নতুন উৎসও তৈরি হবে।
তুলা- মঙ্গলের এই গোচর মঙ্গলময় সাব্যস্ত হবে তুলার ক্ষেত্রেও, বিশেষ করে কর্মজীবনে সৌভাগ্যের উদয় হবে। কাজের প্রশংসা হবে, সেই সূত্রে পদোন্নতির সম্ভাবনাও আছে। তবে হ্যাঁ, উপার্জনের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে কাজের চাপও বাড়বে, পরিবার ও কর্মজীবনের মধ্যে তাই ভারসাম্য বজায় রেখে চলা একান্ত জরুরি।
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)