জেনে নেওয়া যাক বিশেষ ভাবে কোন কোন রাশির মানুষ মঙ্গলের গোচরে লাভবান হবেন।
মেষ:
মেষ রাশির জাতক-জাতিকারা মঙ্গল গ্রহের অবস্থান পরিবর্তনের প্রবল সুবিধা লাভ করবেন। মঙ্গল হলেন আরোহণের অধিপতি এবং মেষ রাশির অষ্টম ঘরে তাঁর অবস্থান। অবস্থান পরিবর্তনের সময়, মঙ্গল মেষ রাশির তৃতীয় ঘরে উপস্থিত থাকবে এবং এর ফলে জাতক-জাতিকাদের জীবনে খুবই ইতিবাচক ফল বয়ে আনবে। মঙ্গলের গমনের ফলে মেষ রাশির ভাগ্য সহায়ক ভূমিকা পালন করবে। চাকরিপ্রার্থীদের পদোন্নতি হবে ও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
advertisement
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ভাল' আলুর চপ খাওয়াতে চান সুকান্ত মজুমদার
বৃষ:
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গলের অবস্থান পরিবর্তন অত্যন্ত উপকারী প্রমাণিত হবে, তবে জাতকদের সতর্ক থাকতে হবে। মঙ্গল বৃষ রাশির দ্বাদশ এবং সপ্তম ঘরের অধিপতি। আগামী ১৬ অক্টোবর মঙ্গল বৃষ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। এর কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়ে বিনিয়োগে লাভ হবে, তবে জাতকদের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসা ও আমদানি-রফতানিতে লাভের সুযোগ রয়েছে। সেই সঙ্গে মঙ্গলের দৃষ্টি বৃষ রাশির অষ্টম স্থানে থাকবে, তাই স্বাস্থ্যের প্রতি সতর্ক নজর রাখতে হবে।
সিংহ:
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল যোগকারকের ভূমিকায় অবতীর্ণ হবে। মঙ্গল সিংহ রাশির একাদশ ঘরে প্রবেশ করছে। এমতাবস্থায় সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য বড় আর্থিক লাভের যোগ রয়েছে। জাতক-জাতিকাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সম্পত্তি বা জমিতে বিনিয়োগও লাভজনক প্রমাণিত হবে।
আরও পড়ুন- সেল্ফ অপারেটেড কম্পিউটার ব্যবহার করেই চলত জালিয়াতি, ই-নাগেটস তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
কন্যা:
মঙ্গলের গোচর কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্যও উপকারী প্রমাণিত হতে চলেছে এবং চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে নতুন সম্পত্তি বা যানবাহন কেনার সম্ভাবনা তৈরি হতে পারে। মঙ্গল গমনের সময় কন্যারাশির কর্মের দশম ঘরে অবস্থান করবেন, এতে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি ব্যবসা বা চাকরিতে নতুন সুযোগ লাভও সম্ভব হবে।
কুম্ভ:
কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল তৃতীয় ও দশম ঘরের অধিপতি এবং অবস্থান পরিবর্তনের পর মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করবেন, যার প্রভাবে সন্তান, শিক্ষা, বুদ্ধিমত্তা, প্রেমের সম্পর্কের ওপর প্রভাব পড়বে। জাতক-জাতিকারা ইতিবাচক ফলাফল পাবেন এবং তাঁদের দক্ষতাও বৃদ্ধি পাবে। তবে এই সময়ে যে কোনও প্রকার অবৈধ বা শর্টকাট পদ্ধতি এড়িয়ে চলা উচিত।