তাই জ্যোতিষশাস্ত্র মনে করে, এই সময় যদি কোনও ব্যক্তি স্বপ্নে তাঁর পূর্বপুরুষকে দেখেন তবে, তা তাঁর ভবিষ্যতের জন্য কিছু ইঙ্গিত হতে পারে। জেনে নেওয়া যাক পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের স্বপ্ন দেখলে কী কী ইঙ্গিত পাওয়া যায়।
অযোধ্যার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন, পিতৃপক্ষের সময় হিন্দু ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের খুশি করার জন্য বিভিন্ন আচার পালন করেন। এই সময় পূর্বপুরুষদের স্বপ্ন দর্শন জ্যোতিষশাস্ত্রে শুভ লক্ষণ হিসেবে গণ্য হয়।
advertisement
আরও পড়ুন: মাত্র দু’টি পাতাতেই কামাল! ডায়াবেটিস, কোলেস্টেরল পালিয়ে যাবে জীবনের মতো!
স্বপ্নে পূর্বপুরুষে বাড়িয়ে দেওয়া হাত:
পিতৃপক্ষের সময় যদি স্বপ্নে নিজের পূর্বপুরুষরা হাত বাড়িয়ে দেন, তাহলে বুঝতে হবে এটি খুবই শুভ লক্ষণ। এর অর্থ হল ওই ব্যক্তির প্রতি তাঁর পূর্বপুরুষরা খুশি। বিশ্বাস করা হয়, এমন স্বপ্ন দেখার অর্থই হল জীবনের সমস্ত সমস্যা ও যন্ত্রণার অবসান হতে চলেছে শীঘ্রই।
আরও পড়ুন: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে
স্বপ্নে শান্ত ও নীরব পূর্বপুরুষদের দর্শন:
এমন স্বপ্ন দেখার অর্থ হল পূর্বপুরুষরা ওই ব্যক্তির পরিবার এবং বিবাহিত জীবনে সুখ এবং শান্তি চান। এই অবস্থায়, পিতৃপুরুষকে খুশি করার জন্য, পিতৃপক্ষের সময় তাদের ধর্মীয় পূজা, শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান ইত্যাদি কাজ করতে হবে।
এমন স্বপ্নে আসবে সুখবর:
যদি কারও স্বপ্নে তাঁর পূর্বপুরুষরা তাঁর সঙ্গে কথা বলেন তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি শীঘ্রই কোনও বড় সাফল্য পেতে চলেছেন। মনে করা হয় যে, এই ধরনের স্বপ্ন দেখলে ভবিষ্যতে বড় সাফল্য আসতে পারে।
স্বপ্নে চুল আঁচড়াচ্ছেন পূর্বপুরুষ:
স্বপ্নে অনেক অদ্ভুত বিষয়ই আমরা দেখে থাকি। পিতৃপক্ষের মধ্যে যদি দেখা যায় কোনও পূর্বপুরুষ ওই ব্যক্তির চুল আঁচড়ে দিচ্ছেন, তা খুবই শুভ। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে, ওই ব্যক্তি আসন্ন সমস্ত দু্র্যোগ থেকে রক্ষা পাবেন।