TRENDING:

Mahalaya 2023: পিতৃপক্ষে স্বপ্নে দেখা দেন পূর্বপুরুষেরা! কোন স্বপ্নে কেমন ফল মিলবে, জেনে নিন

Last Updated:

Mahalaya 2023: ধর্মবিশ্বাস অনুসারে মনে করা হয়, এই সময় পিতৃপুরুষরা পৃথিবীতে আসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিন্দু পঞ্জিকা অনুসারে, পিতৃপক্ষ শুরু হয় ভাদ্র মাসের পূর্ণিমা তিথির পর। আর তা থাকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত। সেই দিন মহালয়া। ধর্মবিশ্বাস অনুযায়ী পিতৃপক্ষের সময়, সকল হিন্দু ধর্মাবলম্বী তাঁদের পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করে নানা আচার পালন করেন। এই বছর পিতৃপক্ষ ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। পিতৃপক্ষে পিতৃপুরুষের শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা খুবই শুভ বলে মনে করা হয়। ধর্মবিশ্বাস অনুসারে মনে করা হয়, এই সময় পিতৃপুরুষরা পৃথিবীতে আসেন।
কোন স্বপ্নে কেমন ফল মিলবে, জেনে নিন
কোন স্বপ্নে কেমন ফল মিলবে, জেনে নিন
advertisement

তাই জ্যোতিষশাস্ত্র মনে করে, এই সময় যদি কোনও ব্যক্তি স্বপ্নে তাঁর পূর্বপুরুষকে দেখেন তবে, তা তাঁর ভবিষ্যতের জন্য কিছু ইঙ্গিত হতে পারে। জেনে নেওয়া যাক পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের স্বপ্ন দেখলে কী কী ইঙ্গিত পাওয়া যায়।

অযোধ্যার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন, পিতৃপক্ষের সময় হিন্দু ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের খুশি করার জন্য বিভিন্ন আচার পালন করেন। এই সময় পূর্বপুরুষদের স্বপ্ন দর্শন জ্যোতিষশাস্ত্রে শুভ লক্ষণ হিসেবে গণ্য হয়।

advertisement

আরও পড়ুন: মাত্র দু’টি পাতাতেই কামাল! ডায়াবেটিস, কোলেস্টেরল পালিয়ে যাবে জীবনের মতো!

স্বপ্নে পূর্বপুরুষে বাড়িয়ে দেওয়া হাত:

পিতৃপক্ষের সময় যদি স্বপ্নে নিজের পূর্বপুরুষরা হাত বাড়িয়ে দেন, তাহলে বুঝতে হবে এটি খুবই শুভ লক্ষণ। এর অর্থ হল ওই ব্যক্তির প্রতি তাঁর পূর্বপুরুষরা খুশি। বিশ্বাস করা হয়, এমন স্বপ্ন দেখার অর্থই হল জীবনের সমস্ত সমস্যা ও যন্ত্রণার অবসান হতে চলেছে শীঘ্রই।

advertisement

আরও পড়ুন: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে

স্বপ্নে শান্ত ও নীরব পূর্বপুরুষদের দর্শন:

এমন স্বপ্ন দেখার অর্থ হল পূর্বপুরুষরা ওই ব্যক্তির পরিবার এবং বিবাহিত জীবনে সুখ এবং শান্তি চান। এই অবস্থায়, পিতৃপুরুষকে খুশি করার জন্য, পিতৃপক্ষের সময় তাদের ধর্মীয় পূজা, শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান ইত্যাদি কাজ করতে হবে।

advertisement

এমন স্বপ্নে আসবে সুখবর:

যদি কারও স্বপ্নে তাঁর পূর্বপুরুষরা তাঁর সঙ্গে কথা বলেন তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি শীঘ্রই কোনও বড় সাফল্য পেতে চলেছেন। মনে করা হয় যে, এই ধরনের স্বপ্ন দেখলে ভবিষ্যতে বড় সাফল্য আসতে পারে।

স্বপ্নে চুল আঁচড়াচ্ছেন পূর্বপুরুষ:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্বপ্নে অনেক অদ্ভুত বিষয়ই আমরা দেখে থাকি। পিতৃপক্ষের মধ্যে যদি দেখা যায় কোনও পূর্বপুরুষ ওই ব্যক্তির চুল আঁচড়ে দিচ্ছেন, তা খুবই শুভ। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে, ওই ব্যক্তি আসন্ন সমস্ত দু্র্যোগ থেকে রক্ষা পাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Mahalaya 2023: পিতৃপক্ষে স্বপ্নে দেখা দেন পূর্বপুরুষেরা! কোন স্বপ্নে কেমন ফল মিলবে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল