এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
আরও পড়ুন: উৎসবের মরশুমে গাঁদা চাষ দেবে কম বিনিয়োগেও অফুরন্ত লাভের সন্ধান, আপনিও হবেন মালামাল
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২২ অক্টোবরের কিছুটা পড়েছে ১৪৩০ বঙ্গাব্দের কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ৪ কার্তিক। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল রবি এবং এই অষ্টমী তিথি থাকবে ২২ অক্টোবর বিকাল ৫টা ২৯ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের নবমী তিথি।
advertisement
এই ১৪৩০ বঙ্গাব্দের কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শারদ নবরাত্রির অন্তর্গতা, এ দিন পূজিতা হবেন দেবী মহাগৌরী। শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। মহাষ্টমীর সময়কাল পূর্বাহ্ণ ৯টা ২৮ মিনিট থেকে বিকাল ৫টা ১৮ মিনিট পর্যন্ত। সন্ধিপূজার সময়কাল বিকাল ৪টে ৫৪ মিনিট থেকে বিকাল ৫টা ৪২ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: Mutual Fund খুঁজছেন? গত পাঁচ বছরে সবচেয়ে বেশি কারা রিটার্ন দিয়েছে দেখে নিন
সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২২ অক্টোবর সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে, সূর্যাস্ত হবে বিকাল ৫টা ১৪ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২২ অক্টোবর দুপুর ১২টা ৪৮ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২২ অক্টোবর রাত ১১টা ৪৬ মিনিটে।
এই ১৪৩০ বঙ্গাব্দের কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির নক্ষত্র হল উত্তরাষাঢ়া। ২২ অক্টোবর, বিকাল ৫টা ২৪ মিনিট পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে শ্রবণা নক্ষত্র।
সূর্য অবস্থান করবেন তুলা রাশিতে। চন্দ্র অবস্থান করবেন মকর রাশিতে।
শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২২ অক্টোবর মাহেন্দ্রযোগ পড়েছে দুপুর ৩টে ৪৩ মিনিট – বিকাল ৪টে ২৮ মিনিট কালীন সময়ে। অমৃতযোগ ২২ অক্টোবর পড়েছে ভোর ৬টা ৩৭ মিনিট – সকাল ৮টা ৫৩ মিনিট, সকাল ১১টা ৫৫ মিনিট – দুপুর ২টো ৫৭ মিনিট, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট – রাত ৯টা ২৬ মিনিট তিন সময়ে। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২২ অক্টোবর রাহুকাল বা কালবেলা পড়েছে সকাল ১১টা ৩২ মিনিট – দুপুর ১২টা ৫৮ মিনিট কালীন সময়ে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।