TRENDING:

Ketu Gochar: কেতু গোচর; এই সব মানুষের জীবনে আসতে চলেছে রঙিন পরিবর্তন

Last Updated:

২০২৩ সালের অক্টোবর মাসে কেতু কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। কেতুর এই গোচরের ফলে অনেক রাশির জাতক জাতিকারা ভাল ফল পেতে চলেছেন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় জ্যোতিষশাস্ত্রে নব গ্রহের মধ্যে রাহু ও কেতুর একটা গুরুত্ব রয়েছে। শাস্ত্রানুসারে, কেতু সর্বদাই বক্রী চলনে থাকে। সেই সঙ্গে, কেতু একটি রাশি থেকে অন্য রাশিতে গোচর করতে ১৮ মাস সময় নেয়। তাই কেতুকে মায়াবী হিসেবে গণ্য করা হয় জ্যোতিষে। ২০২২ সালের এপ্রিল মাসে, কেতু কন্যা রাশিতে প্রবেশ করেছিল। ঠিক ১৮ মাস পর কেতুর গোচর হবে। ২০২৩ সালের অক্টোবর মাসে কেতু কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। কেতুর এই গোচরের ফলে অনেক রাশির জাতক জাতিকারা ভাল ফল পেতে চলেছেন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
কেতু গোচর; এই সব মানুষের জীবনে আসতে চলেছে রঙিন পরিবর্তন
কেতু গোচর; এই সব মানুষের জীবনে আসতে চলেছে রঙিন পরিবর্তন
advertisement

দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন—

মকর:

নতুন বছরে মকর রাশির জাতকদের কর্ম প্রচেষ্টা বৃদ্ধি পাবে। এই সময়ে যে কোনও শুভ কাজের আয়োজন করা যেতে পারে। জাতক জাতিকারা বিদেশ ভ্রমণ করতে পারেন। যাঁরা বিদেশ যেতে চান, তাঁদের ইচ্ছা এই সময়ে পূরণ হতে পারে। তবে এই সব কিছুর জন্য হয়তো কিছু অর্থ ব্যয় করতে হতে পারে।

advertisement

আরও পড়ুন- চলতি মাসেই ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য! সমস্যার মুখে পড়তে পারেন এই সকল রাশির জাতক-জাতিকারা

ধনু:

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কেতুর রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির সুখ বৃদ্ধি হতে চলেছে। এই সময়ে ধনু রাশির জাতক জাতিকারা কোনও যানবাহন বা জমি কেনার পরিকল্পনা করতে পারেন। এই সময়ে, বৈষয়িক স্বাচ্ছন্দ্যও বৃদ্ধি পেতে পারে। সম্মান ও প্রতিপত্তির বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খ্যাতিও বৃদ্ধি পাবে। তবে এই সময়ে সাধারণ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

advertisement

আরও পড়ুন- মল্লারপুরের সভা থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস

সিংহ

২০২৩ সালে, কেতুর প্রভাব সিংহ রাশির জাতকদের জন্য শুভ হবে। এই সময়ে অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে তাঁদের। যে কাজেই হাত দেবেন, সেই কাজেই সাফল্য পাওয়া সম্ভব হবে। কেতু তুলা রাশিতে প্রবেশ করলে কর্মক্ষেত্রে কাঙ্খিত ফল পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে রয়েছে তা এই সময়ের মধ্যে শেষ হবে। তবে এই সময়ে কিছু শারীরিক অস্বস্তি তৈরি হতে পারে। সে কারণে কিছুটা উত্তেজনা থাকবে।

advertisement

বৃষ:

তুলা রাশিতে কেতুর প্রবেশের ফলে বৃষ রাশির জাতকরা খুব উপকৃত হবেন। এই সময়ে, তাঁদের কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অর্থ লাভের সম্ভাবনাও থেকে যাচ্ছে। চাকরি ও ব্যবসা ক্ষেত্রেও সাফল্য এনে দেবে এই গোচর। এমন পরিস্থিতিতে একটু ঝুঁকি নেওয়া যেতেই পারে। এ ছাড়াও, কাজ বা ব্যক্তিগত জীবন সম্পর্কিত কিছু ভাল খবর পাওয়া যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Ketu Gochar: কেতু গোচর; এই সব মানুষের জীবনে আসতে চলেছে রঙিন পরিবর্তন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল