TRENDING:

Numerology Special Article: Y বা Z দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!

Last Updated:

জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বেশিরভাগ ভারতীয় পরিবারই এমন কোনও আদ্যক্ষর দিয়ে সন্তানের নামকরণ করতে চায়, যা তার পক্ষে জীবনে শুভ ফল বয়ে আনবে। অনেক ভেবে-চিন্তে তাই নাম বাছা হয়। আর এই নামের আদ্যক্ষরই ভাগ্যের ফেরে ঠিক করে দেয় কেমন কাটবে জীবন, কেমন হতে পারে জাতক বা জাতিকার চারিত্রিক দিকগুলি। তাই জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।
advertisement

দেখে নেওয়া যাক ইংরেজি Y অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!

আরও পড়ুন: খুব অল্প মূলধনে শুরু করা যায় নতুন ব্যবসা, কী ভাবে দেখে নিন এক নজরে

- নামের আদ্যাক্ষর Y হলে জাতক-জাতিকা আত্মমগ্ন স্বভাবের হন, নিজের কাজকর্ম এবং জগত নিয়েই মেতে থাকেন।

advertisement

- এঁদের জীবনের উদ্দেশ্য সাধারণত একমুখী হয়, সেই লক্ষ্যেই এঁরা পরিশ্রম করে চলেন।

শুভ রঙ- হলুদ। এই রঙের পোশাক পরলে ভাগ্য সহায় হবে।

শুভ বার- সোমবার

শুভ সংখ্যা- ৭

আরও পড়ুন: অটল পেনশন যোজনায় কীভাবে জমা রাখবেন টাকা! রিটার্ন কত? জেনে নিন

সৌভাগ্য পেতে যা করতে হবে:

- প্রতি সোমবার ভগবান শিবের দুগ্ধাভিষেক করতে হবে।

advertisement

- বছরে একবার হলেও কেতু গ্রহের পূজা করতে হবে।

- ঘরের উত্তর দিকের দেওয়ালে ১১টি শৃঙ্খলাযুক্ত একটি উইন্ড চাইম রাখতে হবে।

- প্রত্যেক দিন মৌরি খেতে হবে।

- তামা বা পিতল দিয়ে তৈরি একটি ৭ সংখ্যা ব্যাগে রাখতে হবে।

- আমিষ, মদ, তামাক এবং চর্মজ সামগ্রী পরিহার করতে হবে।

আর যদি নাম শুরু হয় ইংরেজি Z আদ্যক্ষর দিয়ে?

advertisement

- Z আদ্যক্ষরের জাতক-জাতিকারা সাধারণত অভিযানপ্রিয় এবং একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন।

- মাঝে মাঝে এঁরা অন্যের পক্ষে বিপজ্জনক সাব্যস্ত হতে পারেন।

- প্রতিশোধস্পৃহা এঁরা চরিতার্থ করেই ক্ষান্ত হন।

- রেগে গেলে এঁদের হিতাহিত জ্ঞান থাকে না।

- দুঃসাহসিকতা এঁদের স্বভাবজাত।

শুভ রঙ- সি গ্রিন, গ্রে। এই রঙের পোশাক পরলে ভাগ্য সহায় হবে।

advertisement

শুভ বার- শুক্র এবং শনিবার

শুভ সংখ্যা- ৫, ৬

সৌভাগ্য পেতে যা করতে হবে:

- পশুদের স্নেহ করতে হবে এবং তাদের খাবার খাওয়াতে হবে।

- ঘুম ভাঙলেই চাদর/কম্বল ভাঁজ করে রাখতে হবে।

- বছরে অন্তত একবার শনিদেবের পূজা করতে হবে।

- বয়স্ক ব্যক্তি এবং পরিচারকদের সম্মান করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

- আমিষ, মদ, তামাক এবং চর্মজ সামগ্রী পরিহার করতে হবে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Special Article: Y বা Z দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল