দেখে নেওয়া যাক ইংরেজি Y অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!
আরও পড়ুন: খুব অল্প মূলধনে শুরু করা যায় নতুন ব্যবসা, কী ভাবে দেখে নিন এক নজরে
- নামের আদ্যাক্ষর Y হলে জাতক-জাতিকা আত্মমগ্ন স্বভাবের হন, নিজের কাজকর্ম এবং জগত নিয়েই মেতে থাকেন।
advertisement
- এঁদের জীবনের উদ্দেশ্য সাধারণত একমুখী হয়, সেই লক্ষ্যেই এঁরা পরিশ্রম করে চলেন।
শুভ রঙ- হলুদ। এই রঙের পোশাক পরলে ভাগ্য সহায় হবে।
শুভ বার- সোমবার
শুভ সংখ্যা- ৭
আরও পড়ুন: অটল পেনশন যোজনায় কীভাবে জমা রাখবেন টাকা! রিটার্ন কত? জেনে নিন
সৌভাগ্য পেতে যা করতে হবে:
- প্রতি সোমবার ভগবান শিবের দুগ্ধাভিষেক করতে হবে।
- বছরে একবার হলেও কেতু গ্রহের পূজা করতে হবে।
- ঘরের উত্তর দিকের দেওয়ালে ১১টি শৃঙ্খলাযুক্ত একটি উইন্ড চাইম রাখতে হবে।
- প্রত্যেক দিন মৌরি খেতে হবে।
- তামা বা পিতল দিয়ে তৈরি একটি ৭ সংখ্যা ব্যাগে রাখতে হবে।
- আমিষ, মদ, তামাক এবং চর্মজ সামগ্রী পরিহার করতে হবে।
আর যদি নাম শুরু হয় ইংরেজি Z আদ্যক্ষর দিয়ে?
- Z আদ্যক্ষরের জাতক-জাতিকারা সাধারণত অভিযানপ্রিয় এবং একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন।
- মাঝে মাঝে এঁরা অন্যের পক্ষে বিপজ্জনক সাব্যস্ত হতে পারেন।
- প্রতিশোধস্পৃহা এঁরা চরিতার্থ করেই ক্ষান্ত হন।
- রেগে গেলে এঁদের হিতাহিত জ্ঞান থাকে না।
- দুঃসাহসিকতা এঁদের স্বভাবজাত।
শুভ রঙ- সি গ্রিন, গ্রে। এই রঙের পোশাক পরলে ভাগ্য সহায় হবে।
শুভ বার- শুক্র এবং শনিবার
শুভ সংখ্যা- ৫, ৬
সৌভাগ্য পেতে যা করতে হবে:
- পশুদের স্নেহ করতে হবে এবং তাদের খাবার খাওয়াতে হবে।
- ঘুম ভাঙলেই চাদর/কম্বল ভাঁজ করে রাখতে হবে।
- বছরে অন্তত একবার শনিদেবের পূজা করতে হবে।
- বয়স্ক ব্যক্তি এবং পরিচারকদের সম্মান করতে হবে।
- আমিষ, মদ, তামাক এবং চর্মজ সামগ্রী পরিহার করতে হবে।