TRENDING:

Numerology Special Article: K অথবা L দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!

Last Updated:

জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বেশিরভাগ ভারতীয় পরিবারই এমন কোনও আদ্যক্ষর দিয়ে সন্তানের নামকরণ করতে চায়, যা তার পক্ষে জীবনে শুভ ফল বয়ে আনবে। অনেক ভেবে-চিন্তে তাই নাম বাছা হয়। আর এই নামের আদ্যক্ষরই ভাগ্যের ফেরে ঠিক করে দেয় কেমন কাটবে জীবন, কেমন হতে পারে জাতক বা জাতিকার চারিত্রিক দিকগুলি। তাই জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।
advertisement

দেখে নেওয়া যাক ইংরেজি K অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!

আরও পড়ুন: আপনার আর্থিক ভবিষ্যৎ এই ৭ জনের কাঁধে, জানেন কি কারা তৈরি করছেন দেশের বাজেট?

- নামের আদ্যক্ষর K হলে জাতক-জাতিকাকে অত্যন্ত পরিশ্রমী করে সাফল্যে পৌঁছতে হয়।

advertisement

- এই ভাল, এই খারাপ- ভাগ্যের ওঠা-পড়ার সঙ্গে এঁদের প্রতিনিয়ত যুঝতে হয়।

- এঁরা স্বভাবে আশাবাদী, তাই জীবনকে গুছিয়ে নিতে জানেন।

- তবে কোনও কিছুর অন্ধকার দিক এঁদের সহজেই আকর্ষণ করে।

- এঁরা হিসেবি, সতর্ক, নীতিবাদী, সহিষ্ণু স্বভাবের মানুষ হন।

- ষষ্ঠেন্দ্রিয়ের ওপরে ভরসা করলে এঁরা গগনচুম্বী সাফল্য পাবেন।

- পরিবারের সমর্থন এঁদের সঙ্গে থাকে, তাই কৃতজ্ঞ হলে ভাল হয়।

advertisement

সৌভাগ্য পেতে এঁদের যা করতে হবে:

- বাড়ির উত্তর দিকের দেওয়াল ঘেঁষে একটি ফোয়ারা রাখতে হবে।

- ভগবান শিবের দুগ্ধাভিষেক করতে হবে।

- গোলাকার রৌপ্যমুদ্রা পার্সে সব সময় রাখতে হবে।

- সাদা এবং হালকা রঙের পোশাক পরতে হবে।

- দরিদ্র এবং পশুদের দুগ্ধ দান করতে হবে।

- আমিষ, মদ, তামাক এবং চর্মজ সামগ্রী ব্যবহার পরিহার করতে হবে।

advertisement

আরও পড়ুন: ২০২৩ সালে ফিক্সড ইনকামে রিটার্ন বাড়বে, কোথায় বিনিয়োগ করতে বলছেন বিশেষজ্ঞরা? পড়ুন

আর যদি নাম শুরু হয় ইংরেজি L অক্ষর দিয়ে?

- নামের আদ্যক্ষর L হলে জাতক-জাতিকা স্পর্শকাতর, দার্শনিক স্বভাবের হন।

- নিজস্ব নৈতিকতায় এঁরা জীবন কাটান এবং সব সময়ে সঠি পথে চলার চেষ্টা করেন।

- এঁদের চিন্তা-ভাবনা খাঁটি, তবে এঁরা আত্মমগ্ন স্বভাবের হন।

advertisement

- তবে এঁরা শুধু সমমনস্ক মানুষের সঙ্গেই ভাল ভাবে মিশতে পারেন।

- শিক্ষক, দার্শনিক হিসাবে এঁদের জুড়ি মেলা ভার।

সৌভাগ্য পেতে এঁদের যা করতে হবে:

- এঁদের প্রতি দেবগুরু বৃহস্পতির কৃপা থাকে, তাই রোজ সকালে গুরু মন্ত্র জপ করা উচিত।

- আশ্রমে হলুদ কোনও ডাল দান করা উচিত।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

- হলুদ এবং কমলা রঙ এঁদের পক্ষে শুভ, অতএব সঙ্গে রাখা দরকার।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Special Article: K অথবা L দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল