জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ সৌহার্দ্যমূলক মনোভাব নিয়ে কাজ করুন, কর্মক্ষেত্রে তবেই সাফল্য পাবেন।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। নতুন চাকরির আবেদন পাঠানোর পক্ষে দিনটি শুভ, কর্মক্ষেত্রে সাফল্য মিলবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ হৃদয় এবং যুক্তির ভারসাম্য বজায় থাকবে, নতুন কিছু শেখার পক্ষে দিনটি শুভ।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। সংবেদনশীল স্বভাব নিয়ে আজ অন্যের পাশে দাঁড়ান, ভবিষ্যতে উপকৃত হবেন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ প্রণয়ের সম্পর্ক মসৃণ গতিতে চলবে, কর্মক্ষেত্রে বদলের সম্ভাবনা রয়েছে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। দিনের দাবির সঙ্গে তাল মিলিয়ে চলুন, হাতের কাজ সময়ে শেষ হয়ে যাবে!
আরও পড়ুন- এই ৫ রাশির জাতক-জাতিকারা মানসিক ও শারীরিক ভাবে শক্তিশালী হন, আপনার কোন রাশি?
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ অন্যেরা আপনার কথা শুনবে, তাই নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি থাকুন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ সম্পর্কে সামান্য সমস্যা দেখা দিতে পারে, নেতিবাচক মনোভাব দূরে রাখুন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ প্রয়োজনের ভিত্তিতে কাজের পিছনে সময় দিন, মাথা ঠাণ্ডা রাখুন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ মাথা পরিষ্কার থাকবে, অতএব সবটা দিয়ে হাতের কাজ শেষ করুন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ নিজের মনের কথা বিশ্বাসযোগ্য কাউকে বলুন, তাতে মনের ভার কমবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ শুধু নিজেকে সময় দিন, অন্যের কথা মতো চলে মনের শান্তি নষ্ট করবেন না।
