জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, April 21, 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। কল্পনায় ভর না করে বর্তমান সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিন। আজ কর্মক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী মনোভাব থাকবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ কিন্তু পার্টনারের সঙ্গে খুব ধৈর্য ধরে কথা বলতে হবে। যে ধরনের কাজে বুদ্ধিমত্তার প্রয়োজন হয় সেই রকম কাজের প্রতি চাহিদা থাকবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ সম্পর্কে থাকা মানুষদের জন্য শুভ দিন। মনের কথা খুলে বলার এটাই সেরা সময়। কেরিয়ারের জন্য দুর্দান্ত সুযোগ অপেক্ষা করছে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ সামাজিক ভাবে অত্যন্ত ব্যস্ত থাকবেন। যাঁরা স্বাস্থ্য সম্বন্ধীয় পেশার সঙ্গে যুক্ত তাঁদের জন্য দূর্দান্ত একটি দিন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ এমন কারও সঙ্গে দেখা হতে পারে যিনি আপনাদের সম্পর্কটাকে অনেক দূর নিয়ে যাবেন। খুবই বিরল চাকরির সুযোগ মিলতে চলেছে।
আরও পড়ুন-এক ছবিতে লুকিয়ে থাকা ভিন্ন ভিন্ন ছবিই প্রেমজীবনের হদিশ দেবে, দেখুন দেখি মিলিয়ে
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ বেশ ফুরফুরে মেজাজে সম্পর্ককে উদ্যাপন করবেন। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে বেশ ভালো কাটবে দিনটা।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। পার্টনারের থেকে ভালো খবর পাওয়ার জন্য তৈরি হন। আপনি যে সকল সহকর্মীদের থেকে এযাবৎ সাহায্য পেয়েছেন আজ তা ফেরত দেওয়ার দিন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আপনার সম্পর্ক ধীরে ধীরে না বলা কথার জন্য অবরুদ্ধ হয়ে আসছে। নতুন কোনও চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আপনি আজ রসিকতার মেজাজে থাকলেও অন্যদের তা ভালো নাও লাগতে পারেন। প্রতিযোগীরা দমানোর চেষ্টা করলেও আত্মবিশ্বাসের জোরে ঠিক ঘুরে দাঁড়াবেন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। পার্টনারের থেকে ভালো উপদেশ মিলতে পারে। আজ আপনার সমস্ত কঠোর পরিশ্রমের ফল মিলবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। এখন আপনার সম্পর্কে বেশ কৌতূহলজনক অধ্যায় চলছে। আপনার নিজের ভালোর জন্য প্রয়োজন হলে আপনাকে বিদ্রোহী হতে হবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার দায়িত্ব এড়ানোর স্বভাব আজ বিপদে ফেলতে পারে।