TRENDING:

Horoscope Today: রাশিফল ২১ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, April 21, 2022: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
রাশিফল ২১ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন
রাশিফল ২১ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, April 21, 2022) ৷

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। কল্পনায় ভর না করে বর্তমান সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিন। আজ কর্মক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী মনোভাব থাকবে।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ কিন্তু পার্টনারের সঙ্গে খুব ধৈর্য ধরে কথা বলতে হবে। যে ধরনের কাজে বুদ্ধিমত্তার প্রয়োজন হয় সেই রকম কাজের প্রতি চাহিদা থাকবে।

advertisement

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ সম্পর্কে থাকা মানুষদের জন্য শুভ দিন। মনের কথা খুলে বলার এটাই সেরা সময়। কেরিয়ারের জন্য দুর্দান্ত সুযোগ অপেক্ষা করছে।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ সামাজিক ভাবে অত্যন্ত ব্যস্ত থাকবেন। যাঁরা স্বাস্থ্য সম্বন্ধীয় পেশার সঙ্গে যুক্ত তাঁদের জন্য দূর্দান্ত একটি দিন।

advertisement

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ এমন কারও সঙ্গে দেখা হতে পারে যিনি আপনাদের সম্পর্কটাকে অনেক দূর নিয়ে যাবেন। খুবই বিরল চাকরির সুযোগ মিলতে চলেছে।

আরও পড়ুন-এক ছবিতে লুকিয়ে থাকা ভিন্ন ভিন্ন ছবিই প্রেমজীবনের হদিশ দেবে, দেখুন দেখি মিলিয়ে

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ বেশ ফুরফুরে মেজাজে সম্পর্ককে উদ্‌যাপন করবেন। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে বেশ ভালো কাটবে দিনটা।

advertisement

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। পার্টনারের থেকে ভালো খবর পাওয়ার জন্য তৈরি হন। আপনি যে সকল সহকর্মীদের থেকে এযাবৎ সাহায্য পেয়েছেন আজ তা ফেরত দেওয়ার দিন।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আপনার সম্পর্ক ধীরে ধীরে না বলা কথার জন্য অবরুদ্ধ হয়ে আসছে। নতুন কোনও চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

advertisement

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আপনি আজ রসিকতার মেজাজে থাকলেও অন্যদের তা ভালো নাও লাগতে পারেন। প্রতিযোগীরা দমানোর চেষ্টা করলেও আত্মবিশ্বাসের জোরে ঠিক ঘুরে দাঁড়াবেন।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। পার্টনারের থেকে ভালো উপদেশ মিলতে পারে। আজ আপনার সমস্ত কঠোর পরিশ্রমের ফল মিলবে।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। এখন আপনার সম্পর্কে বেশ কৌতূহলজনক অধ্যায় চলছে। আপনার নিজের ভালোর জন্য প্রয়োজন হলে আপনাকে বিদ্রোহী হতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার দায়িত্ব এড়ানোর স্বভাব আজ বিপদে ফেলতে পারে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ২১ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল