TRENDING:

Horoscope Today: রাশিফল ১৭ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, April 17, 2023: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
রাশিফল ১৭ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন
রাশিফল ১৭ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ: (মার্চ ২১ থেকে এপ্রিল ১৯) অপ্রত্যাশিত কাজের চাপ আসতে পারে। চিন্তা করার কিছু নেই। সব ভালভাবে মিটে যাবে। প্রশংসাও মিলবে।

বৃষ: (এপ্রিল ২০ থেকে মে ২০) নিজের মধ্যে একটা একগুঁয়ে ভাব কাজ করতে পারে। যে কোনও সমস্যা সমাধানে মন খুলে কথা বলা দরকার।

advertisement

মিথুন: (মে ২১ থেকে জুন ২০) কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। ওই ব্যক্তির প্রভাব দীর্ঘমেয়াদে জীবনে লাভ হতে পারে।

আরও পড়ুন- নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘T’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

কর্কট: (জুন ২১ থেকে জুলাই ২২) ধৈর্য আর সহনশীলতার সঙ্গে সব কাজ করতে হবে। কঠিন মনে হলেও তা করতে হবে। তাড়াহুড়ো করলে বিপদ বরং বাড়বে।

advertisement

সিংহ: (জুলাই ২৩ থেকে অগাস্ট ২২) বিপক্ষের ষড়যন্ত্র বিপদে ফেলতে পারে, সতর্ক থাকতে হবে। প্রয়োজনে নিজের বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে।

কন্যা: (অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২) ছোটখাটো অশান্তি,, মতবিরোধ তৈরি হতে পারে। সেগুলি উপেক্ষা করতে হবে। নাহলে মনের শান্তি নষ্ট হবে।

তুলা: (সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২) কারও কাছে নিজের কাজের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন অনুযায়ী নমনীয় হতে হবে।

advertisement

বৃশ্চিক: (অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১) নিজের পরিস্থিতি একবার খতিয়ে দেখতে হবে। নিজের প্রয়োজনকেই অগ্রাধিকার দিতে হবে।

ধনু: (নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১) হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে না। সতর্ক থাকতে হবে।

মকর: (ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯) নিজের চারপাশে যে পরিবর্তন কামনা করছেন তা আদৌ প্রয়োজন কিনা তা একবার খতিয়ে দেখতে হবে।

advertisement

কুম্ভ: (জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮) গত কয়েকদিন ধরে যে বড় পরিকল্পনা করা হয়েছে তা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মীন: (ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০) নিজের সৃজনশীলতার দ্বারা অনেক কিছুই করা সম্ভব। অন্যের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ১৭ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল