জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অর্থনৈতিক অবস্থা নিয়ে আজ দুশ্চিন্তা থাকতে পারে, তবে আয় এবং ব্যয়ের হিসাব খতিয়ে দেখলে সমস্যা দূর হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সম্পর্কের দিক থেকে আজ দিনটি একেবারে ঠিকঠাক যাবে, কর্মক্ষেত্রে ও পরিবারে যোগ্য সমাদর লাভ হবে।
advertisement
আরও পড়ুন- একদম বিপদ কাটেনি! চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণ, অত্যন্ত সতর্ক থাকুন এই রাশির মানুষরা
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সৃজনশীল কোনও কাজ শুরু করার পক্ষে দিনটি শুভ, দ্বিধা ঝেড়ে ফেলে কাজ শুরু করলে সাফল্য সুনিশ্চিত।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ আজ আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কর্মক্ষেত্র হোক বা পরিবার, সব সমস্যার সমাধান অনায়াসে হবে৷
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। একটানা কাজের থেকে এবার কিছুটা বিরতি ন্যায্য প্রাপ্য, নিজেকে সময় না দিলে কোনও কাজেই মন বসবে না।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। অন্যের উপর নির্ভর না করে আজ নিজেকে উদ্যোগী হতে হবে, কর্মব্যস্ত দিন কাটলেও সাফল্য অনিবার্য৷
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। অর্থনৈতিক ব্যাপারে আজ তাড়াহুড়ো না করাই উচিত হবে, বরং সব দিক খতিয়ে দেখে পরে সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ যতই চেষ্টা করুন, পরিস্থিতি আয়ত্তে আসবে না, তবে বন্ধুদের সমর্থন ও সাহচর্য সঙ্গে থাকবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজকের পরিস্থিতি সুবিধার না হলেও ভবিষ্যতে সমস্যার সমাধান হবে, তাই দুশ্চিন্তা করবেন না।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ কর্মক্ষেত্র এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, পরিবারকে প্রাধান্য দিতে হবে।
আরও পড়ুন- ১০ বছর ধরে শুধু ঘাস, পাতা ও কাঠ খেয়েই দিব্যি বেঁচে এই ব্যক্তি ! ভিডিও ভাইরাল
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কর্ম্যে উদ্যম অবশ্যই প্রশংসনীয়, তবে অতিরিক্ত কাজের ভারে আজ নিজেকে জর্জরিত করবেন না।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ সৌভাগ্য সঙ্গে থাকবে, সব দ্বিধা ঝেড়ে ফেলে তাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের প্রস্তুতি শুরু করতে হবে।