জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ আপনাকে স্বাচ্ছন্দ্যের পরিসর থেকে বেরোতে হবে। সারাদিনের খাবারের দিকে নজর দিতে হবে। ব্যয় ঠিকমতো না করলে অর্থে টান পড়তে পারে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। চাকরি হোক কিংবা সম্পর্ক, কোনও কিছু নতুন শুরু করার আজ শুভদিন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হতে পারে। আয়ের জন্য বিকল্প ভাবনার জন্য আজ শুভদিন।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। পায়ের কোনও সমস্যায় ভুগতে পারেন। সম্পর্কের দায়িত্ব এবং প্রত্যাশা থেকে চাপ নেবেন না। প্রিয় মানুষের থেকে দামি উপহার পেতে পারেন৷
আরও পড়ুন-স্বামীর দ্বিতীয় বাগদানের বিরোধিতা, রাস্তার মাঝখানেই বেধড়ক মার স্ত্রীকে! ভাইরাল হল ভিডিও
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হলে নিজের অহঙ্কার সরিয়ে রাখুন। স্বাস্থ্যকর ডায়েট খেলে ফল পাবেন। আপনার প্রত্যাশার বাইরে অর্থলাভ করতে পারেন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। অর্থ এবং কেরিয়ারে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা কাজে আসবে। পরিবারে নতুন সদস্যদের সঙ্গে পরিচয় হতে পারে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কর্মস্থলের কোনও বন্ধু কোনও বড় সমস্যার সমাধান দিতে পারেন। কিছু সময় ধরে শরীরকে অবহেলা করলেও এবার আপনার সজাগ হওয়ার সময় এসেছে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আপনি আত্মবিশ্বাসী এবং আনন্দিত অনুভব করবেন যা আপনার ব্যবহার এবং শরীরভঙ্গিমাতে প্রকাশ পাবে। আজ আপনি সকলের দৃষ্টিতে পড়বেন এবং সকলে অনুপ্রাণিত হবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। সঙ্গী/সঙ্গিনীর ব্যবহারে আপনি বিরক্ত হলে সরাসরি কথা বুলুন। স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখলে আগামী দিনে ভুগতে পারেন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ভিন্ন শহরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো চেনাজানা মানুষের সঙ্গে সময় কাটাতে পারেন। লাইফস্টাইলে পরিবর্তন আনা খুবই দরকার। কেরিয়ার অথবা অর্থ নিয়ে পরামর্শ নিলে লাভবান হবেন। ইঞ্জিনিয়ারদের জন্য আজ শুভ দিন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। সম্পর্কে নতুন পর্যায় শুরু হতে পারে। আজ লটারির টিকিট না কেনাই ভাল। স্বাস্থ্যের উন্নতির জন্য যোগাসন শুরু করতে পারেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ আপনার সম্পূর্ণভাবে পেশাদার আত্মবিশ্বাস থাকবে৷ কর্মক্ষেত্রে ছোট সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন। সহকর্মীরা আপনার যোগ্যতায় অনুপ্রাণিত হবেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ আপনার নিজের বুদ্ধিমত্তা দিয়ে সকলকে প্রভাবিত করার ক্ষমতা থাকবে। পুরোনো প্রিয় মানুষ আপনার কাছে আসার চেষ্টা করবে। আর আপনার তাঁকে সুযোগ দেওয়া উচিত।