জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, 10 August 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ সম্পর্ক নিয়ে আপনি গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন। কর্মক্ষেত্রে দিনটি একঘেয়েমিতে কাটতে চলেছে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আপনার বিচার বুদ্ধির আজ তারিফ মিলবে। আজ আপনি মনে-প্রাণে প্রেমের মনোভাব বজায় রাখবেন। তবে কর্মক্ষেত্রে দিনটি তেমন উল্লেখযোগ্য নয়।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ শারীরিক ভাবে মারাত্মক কোনও ইনফেকশনের শিকার হতে পারেন, নিজের খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে অনেকেই আপনাকে নানা ভাবে উৎসাহিত করার চেষ্টা করবে।
আরও পড়ুন- উঠবে ঝলমলিয়ে, ভাগ্যে আসছে চড়া রোদের আলো! সূর্যদেবের গোচরে কবে থেকে কীভাবে লাভ হবে
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ আপনি দারুন আত্মবিশ্বাসী থাকবেন। আপনি একই সঙ্গে সম্পর্কে আনন্দ এবং নিরাপত্তা খুঁজে পাবেন। আপনার কথা বলার ভঙ্গি অন্যদের আকর্ষণ করবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আপনি সাধারণত সুস্বাস্থ্যের অধিকারী হলেও আজ আপনার স্ট্যামিনা কিছুটা কম থাকবে। সম্পর্ক থেকে কিছুটা দূরে সরে গিয়ে সম্পর্ক নিয়ে ভাবতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ জানানোর সময়।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ আপনার ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবনের মধ্যে ব্যালেন্স বানাতে গিয়ে আপনি হিমশিম খাবেন। সম্পর্ক নিয়ে আরও এগোতে চাইলে আপনার প্রাত্যহিক চরিত্রের বদল প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনার জুনিয়ারদের সম্মান করুন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজে নামুন। আপনি দীর্ঘদিন ধরে কাজের জন্য আপনার বন্ধুদের এড়িয়ে ওসেছেন, এখনো সময় রয়েছে, তাদের সম্মান করুন। আপনি আজ কাজে অত্যন্ত মনোযোগী থাকবেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আপনার কাছের কোনও মানুষ আজ সমস্যায় পড়তে চলেছেন। শ্বাসযন্ত্রের সমস্যায় পড়তে চলেছেন। বিভিন্ন ঘটনায় আপনি সম্পর্ককে আজ নতুন ভাবে চিনবেন। কর্মক্ষেত্রে নানা ভাবে চাহিদা বাড়বে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। গুরুত্বপূর্ণ কাজ করার সময় যানবাহনগত সমস্যায় পড়তে চলেছেন। আপনি সামাজিক ভাবে আজ খুবই সক্রিয় থাকবেন। আজ নতুন কোনও ব্যবসার পরিকল্পনা নেওয়ার জন্য দিনটি খুবই ভাল।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ বিভিন্ন ক্ষেত্রে বিরক্তিকর মনোভাব তৈরি হবে। এখন আপনার অন্যতম কাজ আপনার পরিবারকে সময় দেওয়া। আপনি কর্মসংক্রান্ত নানা সুযোগ পেতে চলেছেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ। সম্পর্ক নিয়ে আজ আপনার নতুন দৃষ্টিভঙ্গি এসে যাবে। তবে কর্মক্ষেত্রে আপনি নানা কাজ নিয়ে বিভ্রান্ত থাকতে পারেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আপনার ডায়েট নিয়ে আপনাকে আরও সচেতন থাকতে হবে। আপনি আজ অযথা বিভিন্ন দিকে অর্থ বিনিয়োগ করবেন, তবে নিজেকে অতিরিক্ত বিনিয়োগ থেকে সামলানো দরকার।