সূর্য এবং বুধ ইতিমধ্যেই কন্যা রাশিতে উপস্থিত রয়েছেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এমন পরিস্থিতিতে কন্যা রাশিতে শুক্রের পরিবর্তন একটি বিশেষ গ্রহের অবস্থান তৈরি করবে। শুক্রের রাশি পরিবর্তনের কারণে ৩টি রাশির মানুষ সৌভাগ্য লাভ করবেন। তবে এবারে জেনে নেওয়া যাক বিশেষ ভাবে কোন কোন রাশির মানুষজন শুক্রের গোচরে (Shukra Gochar 2022) লাভবান হবেন!
advertisement
বৃষ:
বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ হওয়ায় শুক্রের গমন বৃষ রাশির জাতক-জাতিকাদের বিশেষ সুবিধা দেবে। এই সময় জাতক-জাতিকাদের জীবনে যে সমস্যা ছিল সেগুলো থেকে তাঁদের মুক্তি মিলবে। অর্থ লাভ হবে। আর্থিক অবস্থা ভাল হবে। জাতক-জাতিকারা ধার থাকা টাকা ফেরত পাবেন। সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে।
মিথুন:
রাশিচক্রে শুক্রের পরিবর্তন মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ ফল দিতে চলেছে। ব্যবসায়ীরা শক্তিশালী মুনাফা লাভ করতে পারবেন। তাঁদের ব্যবসা বৃদ্ধি পাবে। আর্থিক লাভ হবে। সম্পত্তি থেকে অর্থ মিলবে। পরিবারে সুখ বজায় থাকবে। জাতক-জাতিকারা সুখী এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
আরও পড়ুন- ওয়াকিটকির হাতেই তুলি, মা দুর্গার চক্ষুদানে ব্যস্ত ‘কনস্টেবল’ সুকুমার
কন্যা:
শুক্র গ্রহ নিজেই কন্যা রাশিতে প্রবেশ করছেন, তাই এই রাশির জাতক-জাতিকাদের উপর বড় প্রভাব পড়তে চলেছে। বিনিয়োগের জন্য সময়টি ভাল। শুক্রের গমন তাঁদের জন্য শুভ ফল দেবে। আর্থিক লাভ হবে। পুরনো বিনিয়োগ লাভজনক প্রমাণিত হবে। ব্যবসা বাড়বে এবং সেই হেতু লাভও হবে। সমাজে জাতক-জাতিকাদের প্রভাব বাড়বে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।