TRENDING:

ক্রমাগত আর্থিক সংকট? নতুন বছরে ভাগ্য খুলবে এই চার সংখ্যায়!

Last Updated:

কেউ যদি ক্রমাগত আর্থিক সংকটে ভোগেন এবং তা থেকে মুক্তি পেতে চান তাহলে দেখতে হবে তাঁর জন্ম তারিখে ৪, ৫, ৬ এবং ৮ সংখ্যা আছে কি না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। সেই হিসেবে কেউ যদি ক্রমাগত আর্থিক সংকটে ভোগেন এবং তা থেকে মুক্তি পেতে চান তাহলে দেখতে হবে তাঁর জন্ম তারিখে ৪, ৫, ৬ এবং ৮ সংখ্যা আছে কি না।
advertisement

৪ হল কঠোর পরিশ্রমের সংখ্যা। এটা জীবনকে একটা কাঠামোয় বেঁধে ফেলে। করে তোলে লক্ষ্যভিত্তিক।

আরও পড়ুন: চলতি বছরে সোনায় বিনিয়োগ করলে আপনার কি লাভ হবে? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত!

৫ নম্বর স্থিতিশীলতা, ভাগ্য, আকর্ষণ, বৃদ্ধি এবং বিকাশের জন্য। এটা অসম্ভবকে সম্ভবে পরিণত করার শক্তি দেয়। সংখ্যাতত্ত্ব গ্রিডের অন্যান্য সমস্ত গাড়ির চালক। ৫ সংখ্যা ছাড়া কোনও উদ্দেশ্যে থিতু হতে কিংবা নিজের শক্তিকে একদিকে চালিত করতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। দুর্দান্ত ক্যারিয়ারের জন্য জন্মতারিখে কমপক্ষে একটা ৫ থাকতে হবে। এটা সঠিক দৃষ্টিভঙ্গি-সহ সঠিক দিকে নিয়ে যাবে। ৫ সংখ্যায় পর্যাপ্ত শক্তি থাকে। এটা অপ্রয়োজনীয় অর্থ ব্যয় থেকে বাঁচায়। কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে শেখায়।

advertisement

সংখ্যা ৬ আর্থিক নিরাপত্তা নিয়ে আসে। আয়ের নতুন রাস্তা খুলে দেয়। এটা সুযোগের সংখ্যা। শুধু সুযোগ নয়, জীবনে সমৃদ্ধিও নিয়ে আসে। সংখ্যা ৬ ব্যবসায়িক নেটওয়ার্ককে উন্নত করে দুর্দান্ত পরিচিতির সুযোগ এনে দেয়।

আরও পড়ুন: ন্যাশনাল পেনশন স্কিমে কাউকে নমিনি না করেই মারা গিয়েছেন বিনিয়োগকারী, এখন কী হবে? জেনে নিন এক ঝলকে!

advertisement

সংখ্যা ৮ পরিস্থিতি বিশ্লেষণ করার এবং সেই অনুযায়ী কাজ করার জ্ঞান এবং বোধ দেয়। এই সংখ্যা সর্বকালের সেরা বিচারকও বানাতে পারে। কতটা খরচ করার প্রয়োজন, সেই সম্পর্কে স্বচ্ছ অন্তর্দৃষ্টি দেয় ৮। সঞ্চয়ী বানায়। জীবনের বিভিন্ন পর্যায় থেকে অনেক কিছু শিখতে সাহায্য করে। অর্থের মূল্য বোঝার মতো বোধ দান করে।

advertisement

কথা হল, ৪, ৫, ৬ এবং ৮ যে সব সবার জন্মতারিখে থাকবেই, তার তো কোনও মানে নেই! তাহলে? এক্ষেত্রে নিজেদের মোবাইল নম্বরে এই চারটি সংখ্যার যে কোনও একটিকে রাখতে হবে।

শুভ রঙ - হলুদ এবং সবুজ।

শুভ সংখ্যা – ৫।

অনুদান - অনুগ্রহ করে গবাদি পশু বা গরিবদের সবুজ শাক দান করুন।

advertisement

আরও যা করণীয় - অনুগ্রহ করে অফিসের টেবিলে একটি ক্রিস্টাল লোটাস রাখুন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
ক্রমাগত আর্থিক সংকট? নতুন বছরে ভাগ্য খুলবে এই চার সংখ্যায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল