Astro Tips: আপনার শরীরের এই অংশে তিল রয়েছে? তাহলেই খুলে যাবে ভাগ্য! কপাল জোরে সাত প্রজন্মেও টাকার টান পড়বে না! কী বলছে সমুদ্র শাস্ত্র?
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
Lucky Moles Meaning:আপনি কি জানেন, আপনার শরীরে থাকা তিল আপনার ভাগ্যের গোপন রহস্য প্রকাশ করতে পারে? সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, শরীরের কিছু বিশেষ স্থানে তিল থাকা অটুট ধন ও সুখ-সমৃদ্ধির সংকেত।
advertisement
1/8

অ্যাস্ট্রো টিপস: জ্যোতিষ শাস্ত্র মানুষের জীবনের প্রতিটি ছোট-বড় দিককে বিশেষ গুরুত্ব দেয়। এই ছোট-বড় বিষয়গুলিই অনেক সময় আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয়। শরীরের বিভিন্ন অংশে দেখা ছোট কালো তিলও একজন মানুষের ভবিষ্যৎ সম্পর্কে তথ্য দেয়। অনেক সময় শরীরের কোনো নির্দিষ্ট স্থানে তিল থাকা তার ভাগ্য সম্পর্কে ইশারা করে। জ্যোতিষের একটি শাখা সামুদ্রিক শাস্ত্রে এসব বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
advertisement
2/8
সমুদ্র শাস্ত্র অনুযায়ী কালো তিলের তুলনায় লাল তিলকে বেশি শুভ ও ধনপ্রাপ্তির লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া যাদের শরীরের কোনো অঙ্গে তিল যত বেশি স্পষ্ট ও গাঢ় রঙের হয়, তার প্রভাব ততটাই শক্তিশালী বলে মনে করা হয়। ছোট ও ঝাপসা তিলের প্রভাব কম হয়। তাই তিল বিচার করার সময় এসব বিষয় অবশ্যই মাথায় রাখুন।
advertisement
3/8
কাশীর জ্যোতিষাচার্য পণ্ডিত বিকাশ পাণ্ডে জানান, মানুষের শরীরে তিল থাকা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু যদি কারও হাতের তালুতে তিল থাকে এবং মুঠো বন্ধ করলে সেটি ঢেকে যায়, তাহলে সেই ব্যক্তিকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করা হয়। সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, এমন ব্যক্তিদের জীবনে কখনোই অর্থের অভাব হয় না। এই তিলকে অঢেল অর্থের সংকেত হিসেবে ধরা হয়। এ ধরনের মানুষ নিজের অর্থ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মেরও কল্যাণ করে থাকেন।
advertisement
4/8
পণ্ডিত বিকাশ পাণ্ডে বলেন, সমুদ্র শাস্ত্র অনুযায়ী যদি ডান হাতে তিল থাকে এবং সেই তিলটি স্পষ্ট ও উঁচু হয়ে থাকে, তবে তার গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষ করে তিলটি যদি ডান হাতের তালুতে থাকে, তাহলে মুঠো বন্ধ করার সঙ্গে সঙ্গে তার শুভ ফল আরও বেড়ে যায়। এমন ব্যক্তিদের জীবনে কখনোই অর্থের অভাব হয় না বলে বিশ্বাস করা হয়। এমনকি বলা হয়, তাঁদের ঘরে সাত পুরুষ পর্যন্ত টাকার সংকট দেখা দেয় না।
advertisement
5/8
শাস্ত্র অনুযায়ী, এমন মানুষ আর্থিকভাবে অত্যন্ত সমৃদ্ধ হন। তাঁদের ওপর আজীবন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তাঁদের জীবনে কখনোই অর্থের অভাব হয় না এবং খুব কম পরিশ্রমেই তাঁরা প্রচুর ধন-সম্পদ সঞ্চয় করতে সক্ষম হন। এমন ব্যক্তিদের সান্নিধ্যে থাকা মানুষজনও আর্থিকভাবে লাভবান হন। তাই সবাই তাঁদের কাছাকাছি থাকতে চান।
advertisement
6/8
পণ্ডিত বিকাশ পাণ্ডে জানান যে এদের ভাগ্য অত্যন্ত শক্তিশালী হয়। এমন মানুষ শুধু ধনসম্পদের অধিকারীই নন, বরং দুর্দান্ত ভাগ্য ও অসাধারণ আত্মবিশ্বাসও তাঁদের থাকে। যেকোনো পরিস্থিতিতেই তাঁরা মানসিকভাবে দৃঢ় থাকেন। এদের মধ্যে ভালো প্রতিভা ও শিল্পসত্তাও থাকে এবং যে কাজই করেন, তাতেই দক্ষ হয়ে ওঠেন।
advertisement
7/8
পণ্ডিত বিকাশ পাণ্ডে জানান, এমন মানুষ সবসময়ই অর্থসম্পদে পরিপূর্ণ থাকেন। তাঁর মতে, যাদের হাতে তিল রয়েছে, তাদের কিছু বিষয় মাথায় রাখা উচিত। তাদের সবার সঙ্গে মিলেমিশে ও সহজ-সরল স্বভাব নিয়ে থাকা উচিত। অতিরিক্ত আক্রমণাত্মক হওয়া ঠিক নয়। মানুষের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখাই তাদের জন্য সবচেয়ে শুভ।
advertisement
8/8
এই তথ্য সমুদ্র শাস্ত্র ও প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। একে শুধুমাত্র তথ্য হিসেবে গ্রহণ করুন। কোনো ধরনের পরামর্শ অনুসরণ করার আগে অবশ্যই জ্যোতিষ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: আপনার শরীরের এই অংশে তিল রয়েছে? তাহলেই খুলে যাবে ভাগ্য! কপাল জোরে সাত প্রজন্মেও টাকার টান পড়বে না! কী বলছে সমুদ্র শাস্ত্র?