TRENDING:

Astrology| End of Kharmas|| খরমাস শেষ হলেও 'এই' দিন পর্যন্ত করা যাবে না কোনও মাঙ্গলিক কাজ! কবে আসবে শুভ মুহূর্ত? জানুন

Last Updated:

Astrology: ১৪ এপ্রিল খরমাস শেষ হয়ে গেলেও বৃহস্পতি অস্ত যাওয়ার কারণে কোনও শুভ কাজ হবে না। যে কোনও শুভ কাজ করতে হলে বৃহস্পতির উত্থান প্রয়োজন হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ১৪ এপ্রিল শেষ হয়েছে খরমাস। তবে খরমাস শেষ হয়ে গেলেও কোন তিথিতে শুভ কাজ করা যাবে। এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিলেন বিহারের মুঙ্গের জেলার জ্যোতিষী স্বামী ব্রজেশ মিশ্র। সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
advertisement

জ্যোতিষী স্বামী ব্রজেশ মিশ্রর বক্তব্য, ১৪ এপ্রিল অশ্বিনী নক্ষত্রের উত্থানে সূর্য নারায়ণ মেষ রাশিতে প্রবেশ করেছেন। ফলে শেষ হয়েছে খরমাস। তবে খরমাস শেষ হলেও কিন্তু শুভ কার্যের জন্য শুভ সময় এখনই তৈরি হচ্ছে না। প্রসঙ্গত, হিন্দু ধর্মে সব ধরনের কাজ করার জন্য একটি সময়, তিথি, নক্ষত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

advertisement

আরও পড়ুনঃ ভুল করেও ‘এই’ কাজগুলি অক্ষয় তৃতীয়ায় করবেন না! রুষ্ট হবেন মা লক্ষ্মী, জীবন ছারখার হয়ে যাবে

তাঁর মতে, ১৪ এপ্রিল খরমাস শেষ হয়ে গেলেও বৃহস্পতি অস্ত যাওয়ার কারণে কোনও শুভ কাজ হবে না। যে কোনও শুভ কাজ করতে হলে বৃহস্পতির উত্থান প্রয়োজন হবে। গত ২৮ মার্চ বৃহস্পতি অস্তমিত হয়েছিলেন এবং আগামী ২২ এপ্রিল বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করছেন। এর পর আগামী ২৭ এপ্রিল শুধুমাত্র মেষ রাশিতেই উদিত হবেন বৃহস্পতি। আর এর পরেই শুভ কাজ সম্পন্ন হওয়ার জন্য আদর্শ সময় তৈরি হবে।

advertisement

জ্যোতিষী স্বামী ব্রজেশ মিশ্র বলেন, মৈথিল পঞ্চাঙ্গ অনুযায়ী মুণ্ডন, উপনয়ন, ব্রত উদযাপন, গৃহারম্ভ, গৃহ প্রবেশ প্রভৃতি শুভ কাজ আগামী ১ মে থেকে সম্পন্ন করা যাবে। অন্য দিকে আবার, বারাণসী পঞ্চাঙ্গ অনুযায়ী আগামী ২৯ এপ্রিল বৃহস্পতি পূর্ব দিকে উদিত হবেন এবং আগামী ২ মে থেকে শুভ কাজ শুরু করা যাবে। এমন পরিস্থিতিতে আগামী ৩ মে থেকে শুরু হবে শুভ বিবাহের যোগ। এর পরে জুন মাসেও বিয়ের কিছু শুভ সময় থাকবে।

advertisement

মৈথিল পঞ্চাঙ্গ অনুযায়ী বিবাহের জন্য শুভ মুহূর্তের তিথি:

মৈথিল পঞ্চাঙ্গ অনুযায়ী, মে মাসে বিবাহের জন্য শুভ মুহূর্তের দিনগুলি হল – ০৩, ০৭, ১১, ১২, ১৭, ২১, ২২, ২৪, ২৬, ২৯, ৩১ তারিখ।

মৈথিল পঞ্চাঙ্গ অনুযায়ী, জুন মাসে বিবাহের জন্য শুভ মুহূর্তের দিনগুলি হল – ০৫, ০৭, ০৮, ০৯, ১২, ১৪, ১৮, ২২, ২৩, ২৫, ২৮ তারিখ।

advertisement

বারাণসী পঞ্চাঙ্গ অনুযায়ী বিবাহের জন্য শুভ মুহূর্তের তিথি:

বরাণসী পঞ্চাঙ্গ অনুযায়ী, মে মাসে বিবাহের জন্য শুভ মুহূর্তের দিনগুলি হল – ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১৫, ১৬, ১৭, ২০, ২১, ২২, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ তারিখ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বারাণসী পঞ্চাঙ্গ অনুযায়ী, জুন মাসে বিবাহের জন্য শুভ মুহূর্তের দিনগুলি হল – ০১, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ১১, ১২, ১৩, ১৬, ১৭, ২২, ২৩, ২৫, ২৬, ২৭ , ২৮ তারিখ।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astrology| End of Kharmas|| খরমাস শেষ হলেও 'এই' দিন পর্যন্ত করা যাবে না কোনও মাঙ্গলিক কাজ! কবে আসবে শুভ মুহূর্ত? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল