TRENDING:

Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২৩ অগাস্ট; সকলের চোখের মণি হয়ে উঠবেন আজ! কেমন যাবে মঙ্গলবার

Last Updated:

Numerology Suggestions 23 August 2022: এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
Daily Numerology Horoscope
Daily Numerology Horoscope
advertisement

আরও পড়ুন- হাতে ধরা জাতীয় পতাকা,চাকরিপ্রার্থীকে রাস্তায় ফেলে মার সরকারি আমলার, ভাইরাল ভিডিও

#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):

আজ আপনি সকলের চোখের মণি হয়ে উঠবেন এবং এই বিষয়টা উপভোগ করতে হবে। আত্মবিশ্বাসী হয়ে নিজের কাজের মাধ্যমে নাম-ডাক তৈরি করতে হবে।

শুভ রঙ: সবুজ এবং হলুদ

advertisement

শুভ দিন: রবিবার

শুভ সংখ্যা: ১ এবং ৫

দান: অনুগ্রহ করে আজ মন্দিরে হলুদ ফল দান করুন

#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):

আজ রোমান্সের মাধ্যমে সম্পর্কের বাঁধন মজবুত হবে। বাচ্চা এবং অভিভাবকদের জন্য আজকের দিনটা খুবই ভালো যাবে।

শুভ রঙ: অ্যাকোয়া এবং সি-গ্রিন

শুভ দিন: সোমবার

advertisement

শুভ সংখ্যা: ২ এবং ৬

দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের চিনি দান করুন

#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):

ভাগ্য ইতিবাচক দিকে মোড় নেবে, তার জন্য নতুন সুযোগ এবং নতুন পরিবর্তন সাদরে গ্রহণ করতে হবে। আজ কোনও নতুন উদ্যোগ নিলে তা সফল হবে।

শুভ রঙ: বাদামী

advertisement

শুভ দিন: বৃহস্পতিবার

শুভ সংখ্যা: ৩ এবং ১

দান: অনুগ্রহ করে আজ আশ্রমে ব্রাউন সুগার দান করুন

#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):

আজ নিজের খাটনি কিছুটা হলেও কমবে। পরিকল্পনা মসৃণ ভাবে বাস্তবায়িত করার জন্য আজকের দিনটা উপযুক্ত।

শুভ রঙ: টিল

শুভ দিন: মঙ্গলবার

শুভ সংখ্যা: ৬

advertisement

দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের জামা-কাপড় এবং খাবার দান করুন

#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):

আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলেও আধিপত্য খাটানোর স্বভাব নিয়ন্ত্রণে আনতে হবে। আজ বিশেষ মানুষের সঙ্গে দেখা হতে পারে।

শুভ রঙ: সি-গ্রিন

শুভ দিন: বুধবার

শুভ সংখ্যা: ৫

দান: অনুগ্রহ করে আজ দরিদ্র অথবা গবাদি পশুদের সবুজ শস্য দান করুন

আরও পড়ুন- "ভারতরত্ন পাওয়া উচিত সিসোদিয়ার, বদলে পাচ্ছেন সিবিআই তদন্ত:" অরবিন্দ কেজরিওয়াল

#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):

আজ সহকর্মীদের অন্ধ ভাবে বিশ্বাস করলে চলবে না। নিজের সমস্ত লক্ষ্যপূরণ করে আজ আপনিই জয়ী হবেন।

শুভ রঙ: আকাশী

শুভ দিন: শুক্রবার

শুভ সংখ্যা: ৬ এবং ২

দান: অনুগ্রহ করে আজ বাচ্চাদের নীল পেন অথবা পেনসিল দান করুন

#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):

আজ কর্মক্ষেত্রে কারওর সঙ্গে নিজের অনুভূতির কথা শেয়ার না-করাই ভালো। আইন-মামলা সংক্রান্ত বিষয় থেকে সতর্ক থাকুন।

শুভ রঙ: কমলা

শুভ দিন: সোমবার

শুভ সংখ্যা: ৭

দান: অনুগ্রহ করে আজ তামার পাত্র দান করুন

#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):

কেউই নিখুঁত নন, তাই অন্যের বিষয়ে রায় দেওয়া চলবে না। অতীতের করা কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে প্রতিকূলতাকে হারিয়ে দিতে পারবেন।

শুভ রঙ: নীল

শুভ দিন: শুক্রবার

শুভ সংখ্যা: ৬

দান: অনুগ্রহ করে আজ অনাথাশ্রমে সরিষার তেল দান করুন

#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):

বাইরে অন্যদের সাহায্য করার আগে নিজের ঘরের সমস্যা মেটাতে হবে। আজ স্টক এবং জমিতে ব্যবসায়িক বিনিয়োগ করার জন্য আদর্শ দিন।

শুভ রঙ: বাদামী

শুভ দিন: মঙ্গলবার

শুভ সংখ্যা: ৯ এবং ৬

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দান: অনুগ্রহ করে আজ এক শিশুকন্যাকে লাল রুমাল দান করুন

Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২৩ অগাস্ট; সকলের চোখের মণি হয়ে উঠবেন আজ! কেমন যাবে মঙ্গলবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল