জন্মদিন মিলিয়ে দেখে নিন ১৪ মে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। ১৪ মে কারও সঙ্গে সামান্যতম বিবাদেও না জড়ানোই আপনার পক্ষে উচিত হবে, দিনটা নিজের মতো কাটাতে চেষ্টা করুন।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। অনেক দিন ধরে আটকে থাকা কোনও কাজ ১৪ মে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। অজান্তেই আপনার স্বভাব অন্যদের আঘাত দেয়, তাই কথাবার্তায় এবং আচরণে যথাসম্ভব নম্র থাকার চেষ্টা করুন।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। সব কিছু ভুলে শুধু নিজেকে নিয়ে ভাবার দিন, নিজেকে সময় দেওয়ার দিন- তাহলেই ভবিষ্যতে লক্ষ্যপূরণ হবে।
আরও পড়ুন : সাবধান! চিনে নিন এই 'পাঁচ' ফল! রূপে ভুলবেন না, এই ফল খেয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে!
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। গায়ের জোরে নয়, বুদ্ধি এবং রসিকতায় কার্যসিদ্ধি হবে- একথা ভুলবেন না, অন্যের সাহায্যে আজ পাশে থাকা দরকার।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। ব্যক্তিগত এবং পেশাদার জীবনে পরিশ্রমের ফল পাবেন, বিরোধীরা আপনার সাফল্যে কোণঠাসা বোধ করবেন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আপনাকে ঘিরে অহেতুক সমালোচনা বন্ধ হবে, ইতিবাচক স্বভাবের জোরে সব কাজ সফল করতে পারবেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। নিজের সমস্যা নিয়ে কাছের মানুষদের সঙ্গে কথা বলতে পারেন, তবে মাথা ঠান্ডা রাখতে ভুললে চলবে না।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। অন্যদের সঙ্গে যেমন ব্যবহার করবেন, তা-ই আপনাকে ফেরত পেতে হবে- তাই বিনয়ী হওয়া প্রয়োজন।
আরও পড়ুন : পঞ্জিকা ১৪ মে: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। অর্থনৈতিক সমস্যা দূর হবে না ঠিকই, তবে ভবিষ্যতের পরিকল্পনায় আপনার পদক্ষেপ সফল হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। পরিস্থিতির জেরে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন- স্বভাব না সংশোধন করলে ভবিষ্যতে ভুগতে হবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। নিজের সমস্যা নিজেই সামলে নিতে পারবেন- এই আত্মবিশ্বাসই আজ সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে কাজে আসবে।