চতুর্মাসের নিয়ম: চতুর্মাস অর্থাৎ এই চার মাসে বিবাহ, বাগদান, গৃহপ্রবেশ, মুণ্ডন-সহ ১৬টি আচার-অনুষ্ঠান পালনে নিষেধাজ্ঞা রয়েছে। এই সময় মাংস ও মদ্যপান থেকে বিরত থাকতে বলা হয়। অনৈতিক কাজ ও মিথ্যা কথা বলাও উচিত নয়।
চতুর্মাসকে বলা হয় উপবাস ও তপস্যার মাস। সাধু, সন্ন্যাসীরা ভ্রমণ বন্ধ করে মন্দির বা জন্মস্থানে অবস্থান করেন উপবাস ও ধ্যান করেন। এই সময় শুধু মাত্র ব্রজধাম দর্শন করা যায়। এই চার মাস শ্রীহরির নাম জপ করার পরামর্শ দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন : বিশাল পদোন্নতি! মোটা মুনাফা! বিদেশ সফর! সূর্যের রাশি পরিবর্তনে সুখের সাগরে ভাসবেন এই ৪ রাশির জাতক জাতিকারা
শুভ কাজ: চতুর্মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। অনেক মহিলাই এই নিয়ম মেনে চলেন, বিশেষ করে শ্রাবণ ও কার্তিক মাসে। তবে সকলেরই এই নিয়ম মেনে চলা উচিত।
চতুর্মাসে চার মাস: চারটি মাস নিয়ে চতুর্মাস। প্রথম মাস হল শ্রাবণ। এই মাস ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। দ্বিতীয় মাস হল ভাদ্রপদ। এই মাসে বেশ কিছু পার্বণ রয়েছে। এর মধ্যে গণেশ চতুর্থী ও কৃষ্ণ জন্মাষ্টমী অন্যতম। তৃতীয় মাস হল আশ্বিন। এই মাসে নবরাত্রি ও দশেরা পালিত হয়। চতুর্মাসের চতুর্থ ও শেষ মাস হল কার্তিক। এই মাসে দীপাবলি ও দেবোত্থান একাদশী পালন করা হয়। দেবোত্থান একাদশীর মধ্য দিয়ে ফের শুভ কাজ শুরু হয়।
এই সময় আহারেও কিছু বিধিনিষেধ মানতে হয়। শ্রাবণ মাসে পালং শাক বা শাক, ভাদ্রপদে দই, আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে রসুন ও পেঁয়াজ খেতে বারণ করা হয়। এছাড়া মধু, মুলো, বেগুন ইত্যাদিও এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়।