TRENDING:

Chandra Grahan 2023: বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দুর্লভ যোগ কোন রাশির জীবনে ফেলবে প্রভাব? জ্যোতিষীর বিশ্লেষণে চমকে যাবেন!

Last Updated:

Chandra Grahan 2023: প্রসিদ্ধ জ্যোতিষী পণ্ডিত পিএস ত্রিপাঠী এই দিনটির বিশেষ গুরুত্ব এবং উৎসব সম্পর্কে জানালেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চলতি বছর বুদ্ধ পূর্ণিমার দিনে ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আর দীর্ঘ ১৩০ বছর পরে তৈরি হচ্ছে এই বিরল যোগ। সেই অনুযায়ী ৫ মে অর্থাৎ শুক্রবার একটি বিশেষ দিন। কারণ এই দিনটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। ফলে হিন্দু ধর্মের জন্য দিনটির তাৎপর্যই আলাদা। আসলে এই একই দিনে পড়েছে চন্দ্রগ্রহণ, বুদ্ধপূর্ণিমা এবং বৈশাখ পূর্ণিমা।
বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দুর্লভ যোগ
বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দুর্লভ যোগ
advertisement

প্রসিদ্ধ জ্যোতিষী পণ্ডিত পিএস ত্রিপাঠী এই দিনটির বিশেষ গুরুত্ব এবং উৎসব সম্পর্কে জানালেন। তিনি চন্দ্রগ্রহণ সম্পর্কিত বিষয়গুলি এবং এটি আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলবে, তা-ও বর্ণনা করেছেন। এখানেই শেষ নয়, বৈশাখী পূর্ণিমাও পড়েছে ৫ মে, ২০২৩ তারিখে। এই দিনে স্নান এবং দান-ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে।

আরও পড়ুন: আজ বুদ্ধপূর্ণিমা ও চন্দ্রগ্রহণ, জানুন গ্রহণের সময় এবং তখন কী করবেন, কী করবেন না

advertisement

জ্যোতিষাচার্যের কথায়, বৈশাখ পূর্ণিমার পাশাপাশি এই দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে। তিনি এ-ও বলেন যে, প্রায় ১৩০ বছর পরে তৈরি হচ্ছে এ হেন দুর্লভ যোগ। আর ৫ মে, ২০২৩ তারিখে যে চন্দ্রগ্রহণ হবে, তা মূলত উপছায়া চন্দ্রগ্রহণ।

আরও পড়ুন: সেরার সেরা, বাংলার এই স্কুলকে নিয়ে চর্চা এখন দেশজুড়ে! কৃতিত্ব শুনলে গর্ব হবে

advertisement

এই চন্দ্রগ্রহণের প্রভাব অনেক দেশেই দেখা যাবে। কিন্তু এই গ্রহণ যেহেতু উপছায়া চন্দ্রগ্রহণ, তাই এর কোনও ধর্মীয় স্বীকৃতি থাকবে না। সেই সঙ্গে পণ্ডিতজি এ-ও জানান যে, আমাদের দেশে এই গ্রহণের প্রভাব দেখা যাবে না। আর ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ৫ মে, শুক্রবার ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮টা ৪৫ মিনিটে। আর তা শেষ হবে রাত ১টা ০০ মিনিটে। এই চন্দ্রগ্রহণ স্থায়ী হবে প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

পাশাপাশি, এই চন্দ্রগ্রহণের প্রভাব রাশিচক্রের বিভিন্ন রাশির উপর পড়বে। কোন রাশির উপর এই চন্দ্রগ্রহণের কেমন প্রভাব পড়বে আর এই বিষয়ে কী বিশেষ উপায় অবলম্বন করা যায়, সেই বিষয়টা জানার জন্য এর সঙ্গে সম্পর্কিত ভিডিওটি দেখতে হবে। আর শুনে নিতে হবে জ্যোতিষাচার্য পণ্ডিত পিএস ত্রিপাঠীর বক্তব্য।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Chandra Grahan 2023: বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দুর্লভ যোগ কোন রাশির জীবনে ফেলবে প্রভাব? জ্যোতিষীর বিশ্লেষণে চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল