আরও পড়ুন– ড্রাই সেল ব্যাটারির দুনিয়ায় পা, ফের বাজারে আসছে এভারেডির ‘আল্টিমা’
কোন রাশির উপর পড়বে বুধ গোচরের সুফল?
বুধের গোচর কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনতে চলেছে। আসলে বুধ তাঁর নিজস্ব রাশি অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবেন। ফলে এই রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। জ্যোতিষীদের মতে, বুধের রাশি পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের ইতিবাচক ফল পাওয়ার পূর্ণ ইঙ্গিত রয়েছে।
advertisement
কন্যা রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে উন্নতির মুখ দেখতে চলেছেন। দীর্ঘদিন ধরে এক ভাবে চলা কেরিয়ারেও আসবে বদল। কেরিয়ার জীবনেও অগ্রগতির স্বাদ পাবেন তাঁরা। কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং তাঁরা মুনাফা অর্জনে সক্ষম হবেন। এর পাশাপাশি কন্যা রাশির জাতক-জাতিকার কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে, যা থেকে তাঁরা অবশ্যই উপকৃত হবেন। এমনকী এই রাশির জাতক-জাতিকারা নিজেদের কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন। এছাড়া আর্থিক সমস্যা দূর হতে শুরু করবে এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। তাই এই সময়টা তাঁদের জন্য খুবই অনুকূল।
ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্যও এই সময়টা খুবই ভাল। পেশাগত জীবনে উন্নতি তো আসবেই, সেই সঙ্গে ব্যবসাতেও কাঙ্খিত মুনাফা লাভ করতে পারবেন। কাজের নতুন সুযোগ আসতে চলেছে। সব মিলিয়ে বুধের গোচরের ফলে কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে এবং তাঁরা ইতিবাচক চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন।
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)