TRENDING:

Budh Gochar 2022: সম্পদ ও বুদ্ধিমত্তার অধিপতি বুধের গোচর সামনেই; এই তিন রাশির বদলাবে জীবন

Last Updated:

Budh Gochar 2022: আগামী ২৬ অক্টোবর বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। নিয়ম মতো এর শুভ ও অশুভ প্রভাব সব রাশির উপর দেখা যাবে। কিন্তু গোটা রাশিচক্রের তিনটি রাশি বুধের এই পরিবর্তনে প্রচুর অর্থ লাভ করতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পরিবর্তনশীল মহাবিশ্বে ক্রমাগত স্থান পরিবর্তন করে চলেছে গ্রহ-নক্ষত্রগুলি। সেই অনুসারে ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পরে রাশি পরিবর্তন করে। এই গ্রহগুলি ১২টি রাশির উপর বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে থাকে বলেও মনে করা হয়।
সম্পদ ও বুদ্ধিমত্তার অধিপতি বুধের গোচর সামনেই; এই তিন রাশির বদলাবে জীবন
সম্পদ ও বুদ্ধিমত্তার অধিপতি বুধের গোচর সামনেই; এই তিন রাশির বদলাবে জীবন
advertisement

আগামী ২৬ অক্টোবর বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। নিয়ম মতো এর শুভ ও অশুভ প্রভাব সব রাশির উপর দেখা যাবে। কিন্তু গোটা রাশিচক্রের তিনটি রাশি বুধের এই পরিবর্তনে প্রচুর অর্থ লাভ করতে চলেছে। এই সময়ে এই সব রাশির জাতক-জাতিকারা মানসিক ভাবে খুব শক্তিশালী বোধ করবেন। এ ছাড়াও, বুদ্ধিমত্তা দিয়ে, সমস্ত সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকারা বুধের গোচরের প্রভাবে প্রচুর উপকার পেতে চলেছেন।

advertisement

কন্যা

বুধের রাশি পরিবর্তন ফলে কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ দিন শুরু হতে পারে এই সময়কাল থেকে। প্রচুর অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে। জাতক-জাতিকার সুমধুর বাক্য অনেক সমস্যার সমাধান করে দিতে পারবে। হঠাৎ অর্থাগমের সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার কোনও কারণ নেই। নিয়মিত আয় বৃদ্ধির সম্ভাবনা। আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও লেখকদের জন্য এই সময়টি খুবই ভাল ফল দিতে চলেছে। সেই সঙ্গে ধর্মীয় কাজেও আগ্রহ থাকবে।

advertisement

আরও পড়ুন- জঞ্জালের স্তূপ থেকে বিড়াল খুঁজে বের করতে পারবেন! মাত্র ৩০ সেকেন্ডে পারলে জানবেন রেকর্ড করলেন আপনি

ধনু

বুধের এই পরিবর্তনের কারণে ধনু রাশির জাতক-জাতিকাদের অর্থ লাভের সম্ভাবনা বাড়তে চলেছে। আয়ও বাড়বে। ব্যবসায় লাভের আশা রয়েছে। জাতক-জাতিকা যে সাফল্যের অপেক্ষায় ছিলেন তা অচিরেই লাভ হতে পারে। প্রতিটি কাজে ভাগ্যের সহযোগিতা মিলবে, যার ফলে সাফল্য আসবে। ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে কাজ করা যেতে পারে। যে কোনও জায়গা থেকে ভাল খবর পাওয়া যেতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে।

advertisement

আরও পড়ুন- ছবির ভিতর লুকনো শব্দ ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন শুধু জিনিয়াসরা!

কুম্ভ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের গমন খুব শুভ ফল দিতে চলেছে। এই রাশির জাতক-জাতিকারা বড় লাভ করতে পারেন। চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয়ের জন্যই প্রচুর লাভের সম্ভাবনা তৈরি হতে চলেছে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ, লটারি লাভজনক হতে পারে। যানবাহন ক্রয় বা সেই সংক্রান্ত আনন্দ বৃদ্ধির সম্ভাবনা। পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Budh Gochar 2022: সম্পদ ও বুদ্ধিমত্তার অধিপতি বুধের গোচর সামনেই; এই তিন রাশির বদলাবে জীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল