বুধবার, ২৬ অক্টোবর বুধ গ্রহও রাশি পরিবর্তন করতে চলেছে। বুধকে সমস্ত গ্রহের রাজকুমার বলা হয়। এ দিন তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। তুলা রাশিতে বুধের প্রবেশের ফলে কিছু রাশির জাতক-জাতিকা লাভবান হতে চলেছেন। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকারারা বিশেষ সুবিধা পেতে চলেছেন বুধের এই রাশি পরিবর্তনের ফলে—
আরও পড়ুন- দীপাবলির পরে অবস্থান পরিবর্তন বৃহস্পতির; এই সব রাশির উপর বর্ষিত হবে মা লক্ষ্মীর কৃপা
advertisement
কন্যা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, তুলা রাশিতে বুধের গমন এই রাশির জাতক-জাতিকার জন্য খুব শুভ ফল নিয়ে আসতে চলেছে। এই সময়ে, এই রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ ভাবে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। এ সময় জাতক-জাতিকার বাচনে মাধুর্য বজায় থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকারা আকস্মিক অর্থ লাভ করতে পারেন। ব্যবসায়ীদেরও লাভের সম্ভাবনা রয়েছে।
ধনু: তুলা রাশিতে বুধের গমনের ফলে ধনু রাশির জাতক-জাতিকার জীবনে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। এই সময়ে ধনু রাশির জাতক-জাতিকারা সুখবর পেতে পারেন। এই সময়ে যে কাজেই তাঁরা হাত দেবেন, সেই কাজেই সাফল্য পাবেন। বুধের গোচরের কারণে হঠাৎ আর্থিক লাভ হতে পারে। আয় বাড়তে পারে। আটকে থাকা কাজে ত্বরাণ্বিত হবে। এই সময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়া যাবে। পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হয়ে উঠবে।
আরও পড়ুন- ভাইফোঁটায় এবার হটকেক আম্রলিপি
কুম্ভ: এই রাশির জাতক-জাতিকারাও বুধের গোচরের কারণে শুভ ফল পাবেন। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। নতুন চাকরির সুযোগ আসবে। অর্থ উপার্জনের সমস্ত সম্ভাবনা রয়েছে। যদি কেউ বিনিয়োগের কথা ভেবে থাকেন, তবে এই সময়টি অনুকূল। এই সময়ে বিনিয়োগ করে ফেলাই যায়। এই সময়কাল কোনও গাড়ি বা বাড়ি কেনার পক্ষেও শুভ।