Jupiter Transit: দীপাবলির পরে অবস্থান পরিবর্তন বৃহস্পতির; এই সব রাশির উপর বর্ষিত হবে মা লক্ষ্মীর কৃপা

Last Updated:

যখনই একটি গ্রহ নিজের রাশি পরিবর্তন করে, তখন রাশিচক্রের সমস্ত অর্থাৎ ১২টি রাশির উপরেই এর শুভ এবং অশুভ প্রভাব পড়ে। আর এ ভাবেই দীপাবলির পরে রাশি পরিবর্তন করতে চলেছে বৃহস্পতি গ্রহ।

দীপাবলির পরে অবস্থান পরিবর্তন বৃহস্পতির; এই সব রাশির উপর বর্ষিত হবে মা লক্ষ্মীর কৃপা
দীপাবলির পরে অবস্থান পরিবর্তন বৃহস্পতির; এই সব রাশির উপর বর্ষিত হবে মা লক্ষ্মীর কৃপা
কলকাতা: গ্রহের গতিবিধি সমস্ত রাশিচক্রের জীবনকে প্রভাবিত করে। এমনটাই মানা হয় জ্যোতিষশাস্ত্রে। যখনই একটি গ্রহ নিজের রাশি পরিবর্তন করে, তখন রাশিচক্রের সমস্ত অর্থাৎ ১২টি রাশির উপরেই এর শুভ এবং অশুভ প্রভাব পড়ে। আর এ ভাবেই দীপাবলির পরে রাশি পরিবর্তন করতে চলেছে বৃহস্পতি গ্রহ।
প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জুলাই মীন রাশিতে গমন করেছিল বৃহস্পতি গ্রহ। বক্রী বা বিপরীতমুখী অবস্থায় অর্থাৎ উল্টো অভিমুখে চলছিল। এ-বার ২৬ অক্টোবর বৃহস্পতি গ্রহ অবস্থান পরিবর্তন করে ফের মীন রাশিতে গমন করছে। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে বৃহস্পতি। তবে রাশিচক্রে বৃহস্পতির স্থান পরিবর্তন এই সব রাশির জীবনে অত্যন্ত শুভ প্রভাব ফেলতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির উপর বৃহস্পতির শুভ প্রভাব পড়বে।
advertisement
advertisement
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতি গোচরের প্রভাব:
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বৃহস্পতি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। যা কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনবে। এর ফলে তাঁদের ধনপ্রাপ্তির যোগও তৈরি হবে। কর্মক্ষেত্রেও প্রশংসা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষজনদের জন্য উপকারী ফল এনে দেবে বৃহস্পতির গোচর।
advertisement
কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতি গোচরের প্রভাব:
কর্কট রাশির নবম ঘরে গোচর করবে বৃহস্পতি গ্রহ। এই রাশির জাতক-জাতিকাদের সহায় থাকবে ভাগ্য। বৃহস্পতি যখন পুরোপুরি ভাবে গোচর করবে, তখন এই রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। সেই সঙ্গে থাকবে লাভের যোগও। এমনকী বিদেশি ব্যবসা থেকে লাভবান হওয়ারও সম্ভাবনা প্রবল।
advertisement
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতি গোচরের প্রভাব:
বৃহস্পতি মিথুন রাশির দশম ঘরে প্রবেশ করবে। এর ফলস্বরূপ মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে ভাল সময় আসতে চলেছে। চাকরিজীবীদের ক্ষেত্রে নয়া চাকরির সুযোগ মিলতে পারে। এমনকী পদোন্নতির যোগও প্রবল। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও ভাল সময় সুযোগ আসছে। আচমকাই ধন-সম্পদ লাভের যোগ প্রবল।
advertisement
কলা গাছের পুজো করতে হবে:
বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসেবে উপাধি দেওয়া হয়েছে। তিনি সোনার মুকুট এবং সুন্দর মালা পরে থাকেন। তিনি পীত বস্ত্র পরিধান করেন এবং পদ্মের উপর আসীন। তাঁর চারটি হাত রয়েছে। শাস্ত্র অনুসারে, বৃহস্পতি গ্রহ আসলে ভগবান ব্রহ্মার প্রতিনিধিত্ব করে। তাই মনে করা হয় যে, কলা গাছকে গুরু রূপে পুজো করলে মনের সমস্ত ইচ্ছেই পূরণ হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Jupiter Transit: দীপাবলির পরে অবস্থান পরিবর্তন বৃহস্পতির; এই সব রাশির উপর বর্ষিত হবে মা লক্ষ্মীর কৃপা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement