TRENDING:

Bhaiphonta 2023: ভাইয়ের কপালে কখন ফোঁটা দিলে শুভ? কত ক্ষণ থাকবে ফোঁটা দেওয়ার সময় জানুন

Last Updated:

Bhaiphonta 2023: ভাইফোঁটা হল বাঙালিদের মধ্যে অন্যতম জনপ্রিয় উত্‍সব। এই উত্‍সবকে আবার ভ্রাতৃদ্বিতীয়াও বলা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইবোনের পবিত্র ভালবাসার প্রতীক হিসেবে ভাইফোঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। দুর্গাপুজো মানেই উত্‍সবের মেজাজ শুরু। কারণ এর পরেই শুরু হয় লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো।
ভাইফোঁটার শুভ সময়
ভাইফোঁটার শুভ সময়
advertisement

আর ভাইফোঁটা হল বাঙালিদের মধ্যে অন্যতম জনপ্রিয় উত্‍সব। এই উত্‍সবকে আবার ভ্রাতৃদ্বিতীয়াও বলা হয়। প্রতি বছর, কালীপুজোর পর, কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় দিনে ভাইফোঁটা পালিত হয়। বাংলা পঞ্জিকা মতে, এ বছর ভাই ফোঁটা পড়েছে আগামী ১৫ নভেম্বর, বুধবার। অনেকের প্রতিপদে ফোঁটা, অর্থাৎ মঙ্গলবার ১৪ নভেম্বর।

আরও পড়ুন: এবার শীতে টানা ১ মাস রোজ সকালে নিমপাতা খান, আশ্চর্য উপকার পাবেন! তবে এক মাসই, জানুন

advertisement

ভাইবোনেদের কাছে এই ভাইফোঁটার গুরুত্ব অনেক। এর সঙ্গে বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য যোগ রয়েছে। ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের কামনায় বোনেরা এই দিন ফোঁটা দেন। তবে হালে অনেকে বোনফোঁটার আয়োজনও করেন। মনে করা হয়, এদিন বোন যমুনার বাড়িতে যমরাজ ফোঁটা নিতে আসে। এই প্রচলিত কাহিনি থেকেই প্রতি বছর বোনেরা ভাইদের মঙ্গলকামনায় যমের দুয়ারে কাঁটা দিতে ফোঁটা দেন। এর ফলে যমরাজ ভাইদের প্রাণ নিয়ে যমলোকে না যেতে পারেন।

advertisement

আরও পড়ুন: দিওয়ালিতে কোন রাশির কোন রঙের পোশাকে ভাগ্য খুলবে? জানুন জ্যোতিষকথা

সাধারণত, ইংরেজি ক্যালেন্ডার হিসেবে প্রতি বছর ভাইফোঁটা পালিত হয় অক্টোবর-নভেম্বর মাসে। কালীপুজোর দুদিন পরই পালিত হয় এই পবিত্র উত্‍সব। এদিন ভাই বা দাদার কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু ও সুখী জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বোন-দিদিরা। যাঁরা এই বছর ভাইফোঁটা উদযাপন করবেন, তাঁদের জেনে রাখা দরকার, ফোঁটা দেওয়ার সময়। জেনে নিন সেটিও। ১৫ নভেম্বর, অর্থাৎ ২৮ কার্তিক দুপুর ১টা ৫৬ মিনিট পর্যন্ত থাকবে ভাইফোঁটা দেওয়ার সময়। এর মধ্যেই যে কোনও সময় দেওয়া যাবে ফোঁটা।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Bhaiphonta 2023: ভাইয়ের কপালে কখন ফোঁটা দিলে শুভ? কত ক্ষণ থাকবে ফোঁটা দেওয়ার সময় জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল