এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৪ অগাস্টের কিছুটা পড়েছে ১৪৩০ বঙ্গাব্দের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে, বঙ্গাব্দের তারিখ ১৮ শ্রাবণ। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল শুক্র এবং এই তৃতীয়া তিথি থাকবে ৪ অগাস্ট বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি।
advertisement
আরও পড়ুন Woman illegal activity: মহিলার ব্যাগের চেন খুলতেই হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ল কন্ডোমের প্যাকেট!
যেহেতু কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি বিকেল ৫টা ১৫ মিনিটের পরে পড়ে যাচ্ছে, সেহেতু আজকের তারিখেই সায়ংকালে উদযাপিত হবে সঙ্কষ্টী চতুর্থী ব্রত।
সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৪ অগাস্ট সূর্যোদয় হবে ভোর ৫টা ২৪ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ৪ অগাস্ট রাত ৮টা ৪৪ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৫ অগাস্ট সকাল ৮টা ৫৪ মিনিটে।
এই ১৪৩০ বঙ্গাব্দের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথির নক্ষত্র হল শতভিষা। ৪ অগাস্ট, দুপুর ১২টা ০২ মিনিট পর্যন্ত শতভিষা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে পূর্বভদ্রপদা নক্ষত্র।
সূর্য অবস্থান করবেন কর্কট রাশিতে। চন্দ্র অবস্থান করবেন কুম্ভ রাশিতে ৪ অগাস্ট, ২০২৩ তারিখে রাত ১১টা ১৭ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবেন মীন রাশিতে।
শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৪ অগাস্ট মাহেন্দ্রযোগ পড়েনি। অমৃতযোগ ৪ অগাস্ট পড়েছে ভোর ৫টা ২৪ মিনিট – সকাল ৭টা ০৮ মিনিট, দুপুর ১টা ১২ মিনিট – দুপুর ২টো ৫৬ মিনিট, বিকেল ৪টে ৪০ মিনিট – সন্ধ্যা ৬টা ২৪ মিনিট, সন্ধ্যা ৭টা ৫২ মিনি – রাত ৯টা ২০ মিনিট চার সময়ে। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৪ অগাস্ট রাহুকাল বা কালবেলা পড়েছে সকাল ৮টা ৩৯ মিনিট – সকাল ১০টা ১৭ মিনিট কালীন সময়ে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
