TRENDING:

Baby names according to Astrology : সন্তানের নামকরণের সময়ে এই বিষয়গুলি মাথায় রাখছেন তো? তবেই খুলবে সৌভাগ্যের দরজা, শুনুন জ্যোতিষীর কথা

Last Updated:

Baby names according to Astrology : সঠিক রাশি জানার জন্য ব্যক্তির জন্ম তারিখ, সময় এবং স্থান সঠিক ভাবে জানতে হবে। সঠিক তারিখ, সময় ও স্থান জানার পরই পঞ্জিকা অনুসারে সেই ব্যক্তির রাশি গণনা করা সম্ভব হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের পরিবারে শিশুসন্তানের জন্ম নিঃসন্দেহে একটি আনন্দঘন মুহূর্ত। সাধারণত প্রতিটি পরিবারেই শিশুসন্তানের জন্মের পর পরিবারের বয়োজেষ্ঠ্যরা জ্যোতিষীদের সাহায্যে সেই সন্তানের জন্য কোষ্ঠী তৈরি করেন, এতে সন্তানের জন্মকুণ্ডলী-সহ রাশি এবং রাশিতে চন্দ্রের অবস্থান ইত্যাদি পর্যালোচনা করা হয়। এরপর রাশিচক্রের ভিত্তিতে শিশুদের নামকরণ করা হয়। রাশিচক্রে এমন স্থান রয়েছে, যেখানে বেশিরভাগ রাশিতে চারটি করে পর্যায় থাকে, যার ভিত্তিতে সন্তানের নামকরণ করা হয়।
শিশুসন্তানের নামকরণ করুন এভাবে, খুলবে সৌভাগ্যের দরজা
শিশুসন্তানের নামকরণ করুন এভাবে, খুলবে সৌভাগ্যের দরজা
advertisement

আজ আমরা জানব সন্তানের নামকরণের সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত।

জ্যোতিষশাস্ত্রে, গ্রহের ভিত্তিতে একজন ব্যক্তির কুণ্ডলীতে শুভ ও অশুভ নানা প্রভাব থাকে। যদি কুণ্ডলীতে অশুভ কিছু ঘটে থাকে, তবে তা সংশোধন করার জন্য জ্যোতিষীদের দ্বারা নানা ব্যবস্থা রয়েছে। তবে সেই ব্যবস্থা তখনই সফল হবে যখন ব্যক্তি তার সঠিক পরিণাম সম্পর্কে সচেতন হবেন।

advertisement

আমাদের সঠিক রাশিচক্র তা কীভাবে জানবেন কেউ? এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শর্মা শাস্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি এই বিষয়ে একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তিনি ব্যাখ্যা করে জানিয়েছেন যে সঠিক রাশি জানার জন্য ব্যক্তির জন্ম তারিখ, সময় এবং স্থান সঠিক ভাবে জানতে হবে। সঠিক তারিখ, সময় ও স্থান জানার পরই পঞ্জিকা অনুসারে সেই ব্যক্তির রাশি গণনা করা সম্ভব হবে।

advertisement

আরও পড়ুন: কাপে কফি নাকি বিড়াল? প্রথমে কী দেখছেন? উত্তরেই জানা যাবে আপনার চারিত্রিক দোষ-গুণ!

রাশিচক্রের গণনায় চাঁদের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের বাঁচাতে ডাকাতি ব্রিটিশ ট্রেনে, রক্ষা পেয়ে ডাকাতদলের হাতে পুজো শুরু 'এই' কালীর
আরও দেখুন

কুণ্ডলী গঠনের পর, চন্দ্র আরোহণের যে স্থানেই অবস্থান করুন না কেন, অর্থাৎ কুণ্ডলীর আরোহণে চাঁদ যে সংখ্যায় অধিষ্ঠিত হয়, সেই সংখ্যাটিই ব্যক্তির রাশি। জ্যোতিষী আচার্য পন্ডিত শ্রীধর শর্মা শাস্ত্রী বলেছেন যে সন্তানের নাম রাশিফল অনুযায়ী রাখা উচিত। শিশু শিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রে প্রবেশ করে যে নামে বিখ্যাত হতে পারবে বা যে নামের মধ্য দিয়ে তার চরিত্র প্রকাশ পাবে সেটি সন্তানের নাম হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে সন্তানের পিতা বা মাতা রাশি অক্ষর অনুসারে তাঁদের পছন্দ অনুযায়ী সন্তানের নাম রাখতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Baby names according to Astrology : সন্তানের নামকরণের সময়ে এই বিষয়গুলি মাথায় রাখছেন তো? তবেই খুলবে সৌভাগ্যের দরজা, শুনুন জ্যোতিষীর কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল