এই কৌশল অবলম্বন করলে নতুন বছরে সমস্ত সমস্যা দূর হবে, জীবনে সুখ আসবে। তাহলে এবারে দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নেওয়া যাক নতুন বছরে আমাদের কী কৌশল অনুসরণ করতে হবে।
দেওঘরের পাগলবাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল আমাদের সঙ্গে কথোপকথনকালে জানান, নতুন বছর শুরু হয়েছে, এর পাশাপাশি চলছে খরমাসও। যাঁরা এই নতুন বছরকে গত বছরের তুলনায় আরও ভাল ভাবে উপভোগ করতে চান তাঁদের কিছু ব্যবস্থা নিতে হবে।
advertisement
আরও পড়ুন: স্বপ্নে সাপ দেখতে পাওয়া কীসের ইঙ্গিত জানেন? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ জানলে চমকে যাবেন!
এর পাশাপাশি নতুন বছরে মূল প্রবেশদ্বারে তুলসী সংক্রান্ত কিছু কৌশল অবলম্বন করলে ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নতি হবে। কারণ তুলসী কখনই সংসারে আর্থিক সঙ্কট হতে দেয় না।
হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মী হিসাবে বিবেচনা করা হয়। কারণ তুলসীতে দেবী লক্ষ্মী অধিবাস করেন বলে মনে করা হয়। প্রাচীনকাল থেকেই তাই দেবী তুলসীর আরাধনা করা হয়। গৃহে শান্তি রক্ষা করতে ও সমস্ত বিপদ থেকে রক্ষা করতেও দেবী তুলসীর পূজার প্রচলন রয়েছে ভারতের বিভিন্ন স্থানে।
তুলসী মাতার পূজা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নববর্ষে তুলসী গাছের মূল, দূর্বা ও চাল একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির মূল দরজায় ঝুলিয়ে রাখতে হবে। এর ফলে নেতিবাচক শক্তি কখনই ঘরে প্রবেশ করবে না। চারিদিকে সমৃদ্ধি থাকবে এবং ঘরোয়া বিবাদেরও অবসান হবে। গৃহে আর্থিক সমস্যার অবসান হবে।