TRENDING:

Astro Tips 2024: বাড়ির মূল দরজায় এই জিনিসটি রাখুন, দোষ কেটে সমস্ত আর্থিক সমস্যা দূর হবে! জানুন জ্যোতিষকথা

Last Updated:

Astro Tips 2024: দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নেওয়া যাক নতুন বছরে বেশি অর্থ উপার্জনের আশায় আমাদের কী কৌশল অনুসরণ করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২৪ সালে আরও অর্থ উপার্জন করতে, অর্থাভাব দূর করতে এমন কিছু কৌশল অবলম্বন করা যায় যা বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত করবে। আসলে, সবাই চান এই বছর গত বছরের চেয়ে যেন অনেক ভাল কাটে। এর জন্য আমাদের কিছু জিনিস অনুসরণ করতে হবে। এতে নতুন বছরে আর্থিক অবস্থা ভাল হবে এবং ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
বাস্তু টিপস ২০২৪
বাস্তু টিপস ২০২৪
advertisement

এই কৌশল অবলম্বন করলে নতুন বছরে সমস্ত সমস্যা দূর হবে, জীবনে সুখ আসবে। তাহলে এবারে দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নেওয়া যাক নতুন বছরে আমাদের কী কৌশল অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: অ্যালোপ্যাথি থেকে আয়ুর্বেদ-সমস্ত চেষ্টা করেও কোষ্ঠকাঠিন্য সারছে না? শীতের এই ছোট্ট ফলেই হবে কামাল! জানুন

দেওঘরের পাগলবাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল আমাদের সঙ্গে কথোপকথনকালে জানান, নতুন বছর শুরু হয়েছে, এর পাশাপাশি চলছে খরমাসও। যাঁরা এই নতুন বছরকে গত বছরের তুলনায় আরও ভাল ভাবে উপভোগ করতে চান তাঁদের কিছু ব্যবস্থা নিতে হবে।

advertisement

আরও পড়ুন: স্বপ্নে সাপ দেখতে পাওয়া কীসের ইঙ্গিত জানেন? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ জানলে চমকে যাবেন!

এর পাশাপাশি নতুন বছরে মূল প্রবেশদ্বারে তুলসী সংক্রান্ত কিছু কৌশল অবলম্বন করলে ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নতি হবে। কারণ তুলসী কখনই সংসারে আর্থিক সঙ্কট হতে দেয় না।

হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মী হিসাবে বিবেচনা করা হয়। কারণ তুলসীতে দেবী লক্ষ্মী অধিবাস করেন বলে মনে করা হয়। প্রাচীনকাল থেকেই তাই দেবী তুলসীর আরাধনা করা হয়। গৃহে শান্তি রক্ষা করতে ও সমস্ত বিপদ থেকে রক্ষা করতেও দেবী তুলসীর পূজার প্রচলন রয়েছে ভারতের বিভিন্ন স্থানে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

তুলসী মাতার পূজা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নববর্ষে তুলসী গাছের মূল, দূর্বা ও চাল একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির মূল দরজায় ঝুলিয়ে রাখতে হবে। এর ফলে নেতিবাচক শক্তি কখনই ঘরে প্রবেশ করবে না। চারিদিকে সমৃদ্ধি থাকবে এবং ঘরোয়া বিবাদেরও অবসান হবে। গৃহে আর্থিক সমস্যার অবসান হবে।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astro Tips 2024: বাড়ির মূল দরজায় এই জিনিসটি রাখুন, দোষ কেটে সমস্ত আর্থিক সমস্যা দূর হবে! জানুন জ্যোতিষকথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল