TRENDING:

সংসারে অর্থের টানাটানি, মাধ্যমিকে অষ্টম অরিন্দমের স্বপ্ন মহাকাশ গবেষণা

Last Updated:

সাফল্য এসেছে মাধ্যমিকে। মালদা জেলা থেকে প্রথম এ কে ইন্সটিটিউশনের অরিন্দম সাহা। কিন্তু তার উচ্চ শিক্ষার পথে বাধা অর্থ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: সাফল্য এসেছে মাধ্যমিকে। মালদা জেলা থেকে প্রথম এ কে ইন্সটিটিউশনের অরিন্দম সাহা। কিন্তু তার উচ্চ শিক্ষার পথে বাধা অর্থ। পেশায় দলিল লেখক বাবার তেমন আয় নেই। দুশ্চিন্তায় মালদার সাহা পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে সরকারি সাহায্যের আর্জি অরিন্দমের বাবা মায়ের।
advertisement

আরও পড়ুন: মোট ৫৬, কলকাতার ২, দেখে নিন মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

নীল আকাশ রহস্যে মোড়া। রহস্যভেদে তাই মহাকাশ গবেষক হওয়ার স্বপ্ন অরিন্দমের। স্বপ্ন সফল করতে অক্লান্ত পরিশ্রম। ধরা দিয়েছে সাফল্য। মালদার এ কে ইন্সটিটিউশনের অরিন্দম সাহা এবারের মাধ্যমিকে সার্বিক মেধা তালিকায় অষ্টম ও জেলায় প্রথম স্থান দখল করেছে।

আরও পড়ুন: আসানসোলে মৃত মাধ্যমিক পরীক্ষার্থী সিবগাতুল্লা, ছেলে নেই, পড়ে আছে শুধু মার্কশিটে ৪১২

advertisement

দুস্থ পরিবারের সন্তান অরিন্দম। দারিদ্রের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা। অাকাশ থেকে অর্থ কষ্টের মেঘ সরিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প তার গলায়।

আরও পড়ুন: আর্থিক অনটনকে হেলায় হারিয়ে মাধ্যমিকে বাজিমাত গামছা বিক্রেতার ছেলের

দলিল এখন লেখা হয় অনলাইনে। ল্বভাবতই দর কমেছে দলিল লেখরদের। ছেলের ভালো ফলের জন্য আধ পেটা খেয়েও এতদিন রেখেছিলেন চার গৃহ শিক্ষক। কিন্তু এবার কী হবে? ভেবেই আকুল অরিন্দমের বাবা।

advertisement

ছেলের স্বপ্ন সফল করতে সরকারি সাহায্যের আর্জি অরিন্দমের মায়ের।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

ছেলে জেদ আর অধ্যাবসায়ের জোরে এগিয়েছে বেশ কিছুটা। মাধ্যমিকের মতো উচ্চ শিক্ষায় সাফল্য আনতেই হবে। অরিন্দমের এই মানসিকতার কাছে ফিকে বাবা মায়ের সংস্থান।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সংসারে অর্থের টানাটানি, মাধ্যমিকে অষ্টম অরিন্দমের স্বপ্ন মহাকাশ গবেষণা