TRENDING:

‘আগে বাংলা সামলান, তারপর জোট গড়বেন’, মমতাকে কটাক্ষ অমিত শাহের

Last Updated:

পায়ের তলা থেকে মাটি সরছে। আগে বাংলা সামলান, তারপর জোট গড়বেন। পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ অমিত শাহের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মমতা বন্দ‍্যোপাধায়ই যে তাঁদের চিন্তার প্রধান কারণ বুঝিয়ে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বার বার দিল্লি থেকে মোদি সরকারকে উৎখাতের ডাক দিচ্ছেন মমতা। এ বার মমতার রাজ‍্যে এসে মমতা-সরকারকে উৎখাতের পাল্টা ডাক দিলেন নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি। মমতার জোট-তৎপরতাকে কটাক্ষ করে, পুরুলিয়ার সভা থেকে অমিত শাহের হুঁশিয়ারি, আগে বাংলা সামলান। পায়ের তলার মাটি সরে যাচ্ছে।
advertisement

আরও পড়ুন: ১৯ রাজ্যের পর এবার ১৯-এ বাংলা জিতবে বিজেপি, পুরুলিয়ায় অমিত শাহর হুঁশিয়ারি

দিল্লিতে মহাজোট করতে যাচ্ছেন ৷ আগে বাংলা সামলান ৷ তারপর মহাজোট করবেন ৷ আপনার পায়ের তলা থেকে মাটি সরছে, শিমুলিয়ায় হুঁশিয়ারি বিজেপি সভাপতির

আরও পড়ুন: ফুল-মালা বেনারসী শাড়িতে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন আমিত শাহ

advertisement

অন্যদিকে অমিত শাহকে পাল্টা কটাক্ষ তৃণমল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ৷ তিনি বলেন দুর্নীতিগ্রস্ত কেন্দ্র। আগে সরকার বাঁচাক বিজেপি।

আরও পড়ুন: দিল্লির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গঠন দিল্লি পুলিশের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন তিনি আরও বলেন, বিজেপি সরকারই বাংলার বিকাশ করবে ৷ পুরুলিয়ার সব ঘরে এখনও জল পৌঁছয়নি ৷ বিদ্যুৎ পৌঁছয়নি পুরুলিয়ার সব বাড়িতে ৷ স্বাধীনতার এত বছর পরও কেন এই অবস্থা? ২০১৯-এ তৃণমূলের ঘুম উড়িয়ে দেব ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আগে বাংলা সামলান, তারপর জোট গড়বেন’, মমতাকে কটাক্ষ অমিত শাহের