দীর্ঘক্ষণ রোদে থাকলে চোখেমুখে অন্ধকার দেখে মানুষ। তখন ছায়ার খোঁজ শুরু হয়। বুনোরা এই সময় বেশি বিপাকে পড়ে। জলাশয়ের জল থাকে না। নিজের ইচ্ছের কথা মুখ ফুটে বলতেও পারেনা। তবে গরম লাগার পর নিজের বুদ্ধি ব্যবহার করে দূরের এক জলাশয়ে গিয়ে চোখ, মুখে জল ছিটিয়ে নিতে দেখা গেল রাজাভাতখাওয়ার এক হাতিকে। এই দৃশ্য দেখতেও ভিড় জমান নিকটবর্তী এলাকারবাসিন্দারা।
advertisement
আরও পড়ুন - Bank Collapse: সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতনের পর ফের আমেরিকায় ব্যাঙ্কের পতন, টালমাটাল অর্থনীতি
শুঁড় দিয়ে জল তুলে চোখেমুখে জল ছিটিয়ে নিতে দেখা গেল হাতিটিকে। এমন ছবি আগে কেউ দেখেছে বলে মনে করতে পারছে না৷ দেখে নিন সেই ভিডিও৷
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2023 6:55 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: একটু শীতলতার খোঁজে চোখেমুখে জল ছিটিয়ে নিচ্ছে হাতি, ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া





