TRENDING:

Alipurduar News: তৃতীয়াতেও দিল না বোনাস, চা শ্রমিকদের বিক্ষোভে উত্তাল ডুয়ার্স

Last Updated:

পুজো এসে গেলেও এখনও বোনাস দেয়নি মালিকরা। ক্ষুব্ধ চা শ্রমিকরা মঙ্গলবার থেকে কাজ বন্ধ করে দিয়েছেন। এমনকি কালচিনি থানা ঘেরাও করেও বিক্ষোভ দেখান শ্রমিকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: তৃতীয়াতেও বোনাস পেলেন না চা শ্রমিকরা। মালিকপক্ষের অনড় মনোভাবের জেরে গত কদিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন চা বাগান শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার দুর্গাপুজোর ষষ্ঠী, ঐদিন থেকেই শুরুপুজো। তার আগে মঙ্গলবারও বোনাস না পাওয়ায় ব্যাপক ক্ষুব্ধ শ্রমিকরা বাগানে পাতা তোলার কাজ বন্ধ করে দিয়েছেন। এদিন বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কালচিনির ডিমা চা বাগান।
বিক্ষোভ
বিক্ষোভ
advertisement

আরও পড়ুন: এই মণ্ডপে এলে ফেরিওয়ালাদের নিয়ে ছোটবেলার স্মৃতি মনে পড়বে

বোনাস না পাওয়ায় ডুয়ার্সের পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। পাতা তোলার কাজ বন্ধ করে ডিমা চা বাগানের গেটে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। এমনকি একপর্যায়ে তাঁরা বোনাসের দাবিতে কালচিনি থানা ঘেরাও করেও বিক্ষোভ দেখান। চা শ্রমিকদের পরিষ্কার দাবি ১৯ শতাংশ বোনাস তাঁদের দিতেই হবে। উল্লেখ্য এর আগে ২০ শতাংশ বোনাসের দাবি জানিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু মালিকপক্ষ সেই দাবি না মানায় শেষে ১৯ শতাংশ বোনাসের দাবি জানানো হয়েছে। এই নিয়ে ডিমা চা বাগানের সামনে এদিন গেট মিটিংও করেন শ্রমিকরা। সেখানে বাগানের সকল শ্রমিক উপস্থিত ছিলেন।

advertisement

কলকাতায় চা শ্রমিকদের বোনাসের বিষয়টি নিষ্পত্তি করার জন্য একাধিকবার মুখোমুখি আলোচনায় বসেছে মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নগুলি কিন্তু সেখানে কোন‌ও সমাধান সূত্র বের হয়নি। এরপর শ্রম দফতরের আঞ্চলিক কার্যালয়েও তাঁরা বৈঠক করেন। কিন্তু সেখানে ডিমা চা বাগানের মালিকপক্ষ ১৪ শতাংশের বেশি বোনাস দিতে রাজি হয়নি। এরপরই আন্দোলনে নামেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, ১৯ শতাংশের কম বোনাস নেবেন না। এখনও বোনাস না দেওয়ায় আদৌ মালিকরা তা দেবে কিনা এবং দিলে কবে পুজোর কেনাকাটা করবেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অসহায় চা শ্রমিকরা। বাগানের বোনাস সমস্যা মেটাতে ফের বীরপাড়া শ্রম অধিকারিকের কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে। যদিও শ্রমিকদের আশঙ্কা এবারও সমাধান সূত্র অধরা থেকে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: তৃতীয়াতেও দিল না বোনাস, চা শ্রমিকদের বিক্ষোভে উত্তাল ডুয়ার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল