আলিপুরদুয়ারের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান ভগবতী ওঁরাও। এই উদ্যোগ প্রসঙ্গে চা বাগানের চিকিৎসক এ মহারাজা বলেন, শিশু মন কিছু বোঝে না। তারা যেখানে ভাল ব্যবহার পায় সেখানেই যায়। এভাবেই শিশুরা লালসার শিকার হয়। কিছু মানুষ খারাপ উদ্দেশ্য নিয়ে চা বাগানের শিশুদের খাবারের লোভ দেখিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে।এরকম ভুরিভুরি উদাহরণ আছে। এই ঘটনা ঠেকাতে হলে শিশুদের একটু বোঝার ক্ষমতা হলেই তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে অভিভাবকদের। এই সমস্ত বিষয় নিয়ে সচেতন করতেই অভিভাবকদের এই শিবিরে ডাকা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: চার বছর ধরে জল নেই এই গ্রামে! 'মিরাকেল' বাঁচিয়ে রেখেছে শতাধিক মানুষের প্রাণ
এদিকে সংসারে একটু স্বচ্ছলতার খোঁজে অনেক সময় ভিন রাজ্যে কাজের টোপ দিয়ে চা বাগানের পুরুষ ও মহিলাদের অন্যত্র পাচার করে দেওয়ার মত ঘটনাও ঘটছে। তাই কীভাবে বোঝা যাবে কোন কাজের প্রস্তাব ঠিক আর কোনটা পাচারকারীদের ফাঁদ তা নিয়েও আলোচনা হয়।
অনন্যা দে