কিচেন গার্ডেন। পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা। নিজেদের গ্যাঁটের কড়ি খরচ করে একটি পূর্ণাঙ্গ 'স্মার্ট ক্লাস রুম' পর্যন্ত তৈরি করে ফেলেছেন শিক্ষক শিক্ষিকারা। শ্রেণিকক্ষের দেওয়াল জুড়ে আঁকা হয়েছে শিশুদের মনোহরণ করা বিভিন্ন ধরনের শিক্ষামূলক আঁকিবুঁকি। কিছু পরিত্যক্ত টিন দিয়ে তৈরি করা হয়েছে স্কুলের সীমানা পাঁচিল, তাতে নিজেদের হাতের ছাপ দিয়ে পড়ুয়ারাই রং মিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তাতে আবার ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালাকে। সব মিলিয়ে আনন্দপাঠের সমস্ত রসদ মজুত করা হয়েছে শিক্ষাদানের ওই আনন্দ নিকেতনে।
advertisement
আরও পড়ুনঃ বুনো হাতির হানায় শামুকতলায় জখম এক বৃদ্ধ
স্কুলের পড়ুয়ারা জানিয়েছে, স্কুলে এসে পড়াশুনো করতে এখন ভালো লাগছে। কম্পিউটারের মাধ্যমে পড়াশুনো করে পড়া ভালো মনে থাকছে। শিক্ষক, শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছে তারা। তাদের পড়াশুনো সহজ করে তোলার জন্য। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, স্কুলে আধুনিকতার ছোঁয়া দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা জরুরি। পাশাপাশি শিশু মনের বিকাশ দ্রুত হবে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে। মোবাইলে কিছু দেখলে সেটা অনেকদিন মনে রাখা যায়। সেই ভাবনা থেকে স্মার্ট ক্লাস রুম তৈরি করা হল।
Annanya Dey