TRENDING:

Alipurduar News: স্মার্ট ক্লাসরুমে পড়াশুনোয় নতুন গতি জটেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে

Last Updated:

আলিপুরদুয়ার জেলার মধ্যে এই প্রথম শিশুদের শিক্ষা বিস্তারে স্মার্ট ক্লাসরুম শুরু হয়েছে জটেশ্বরে। ইচ্ছে থাকলে যে উপায় হয় তা যেন ছবির মতো ফুটে উঠেছে আলিপুরদুয়ারের জটেশ্বরের এক প্রাথমিক স্কুলে। স্কুলটি জটেশ্বর তিন নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার মধ্যে এই প্রথম শিশুদের শিক্ষা বিস্তারে স্মার্ট ক্লাসরুম শুরু হয়েছে জটেশ্বরে। ইচ্ছে থাকলে যে উপায় হয় তা যেন ছবির মতো ফুটে উঠেছে আলিপুরদুয়ারের জটেশ্বরের এক প্রাথমিক স্কুলে। স্কুলটি জটেশ্বর তিন নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়। সরকারি স্কুলটিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। শিক্ষক শিক্ষিকার সংখ্যা সাত জন। পড়ুয়ার সংখ্যা ২২৯ জন। শ্রেণি কক্ষ অপ্রতুল। তবুও ওই মানুষ গড়ার কারিগরদের ঐকান্তিক চেষ্টায় স্কুলটি যেনো ছাপিয়ে গেছে অনেক প্রতিষ্ঠিত শিক্ষায়তনকে। কী নেই সেখানে? আছে সুসজ্জিত ফল-ফুলের বাগান।
advertisement

কিচেন গার্ডেন। পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা। নিজেদের গ্যাঁটের কড়ি খরচ করে একটি পূর্ণাঙ্গ 'স্মার্ট ক্লাস রুম' পর্যন্ত তৈরি করে ফেলেছেন শিক্ষক শিক্ষিকারা। শ্রেণিকক্ষের দেওয়াল জুড়ে আঁকা হয়েছে শিশুদের মনোহরণ করা বিভিন্ন ধরনের শিক্ষামূলক আঁকিবুঁকি। কিছু পরিত্যক্ত টিন দিয়ে তৈরি করা হয়েছে স্কুলের সীমানা পাঁচিল, তাতে নিজেদের হাতের ছাপ দিয়ে পড়ুয়ারাই রং মিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তাতে আবার ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালাকে। সব মিলিয়ে আনন্দপাঠের সমস্ত রসদ মজুত করা হয়েছে শিক্ষাদানের ওই আনন্দ নিকেতনে।

advertisement

আরও পড়ুনঃ বুনো হাতির হানায় শামুকতলায় জখম এক বৃদ্ধ

স্কুলের পড়ুয়ারা জানিয়েছে, স্কুলে এসে পড়াশুনো করতে এখন ভালো লাগছে। কম্পিউটারের মাধ্যমে পড়াশুনো করে পড়া ভালো মনে থাকছে। শিক্ষক, শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছে তারা। তাদের পড়াশুনো সহজ করে তোলার জন্য। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, স্কুলে আধুনিকতার ছোঁয়া দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা জরুরি। পাশাপাশি শিশু মনের বিকাশ দ্রুত হবে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে। মোবাইলে কিছু দেখলে সেটা অনেকদিন মনে রাখা যায়। সেই ভাবনা থেকে স্মার্ট ক্লাস রুম তৈরি করা হল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: স্মার্ট ক্লাসরুমে পড়াশুনোয় নতুন গতি জটেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল