TRENDING:

Alipurduar News: দীর্ঘদিন বন্ধ থাকার পর নয়া মালিকের হাত ধরে নবরূপে ‌যাত্রা শুরু রায়মাটাং চা বাগানের

Last Updated:

বাগানকে নতুনরূপে সাজিয়ে তোলা হবে প্রধান লক্ষ্য। পাশাপাশি শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে জানালেন রায়মাটাং চা বাগানের নতুন মালিকপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : বাগানকে নতুনরূপে সাজিয়ে তোলা হবে প্রধান লক্ষ্য। পাশাপাশি শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে জানালেন রায়মাটাং চা বাগানের নতুন মালিকপক্ষ। নতুন মালিক বাগানকে সঠিক উপায়ে পরিচালনা করবেন বলে মনে করছেন এলাকার বিশিষ্টজনেরা। কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগান নতুন মালিকানাধীন হল। গত শনিবার চা বাগানে প্রবেশ করেছেন নতুন মালিক। এতদিন রায়মাটাং চা বাগান বক্সা ডুয়ার্স টি কোম্পানির অন্তর্গত ছিল। এবারে নতুন কোম্পানি খয়েরবাড়ি টি কোম্পানি চা বাগানে প্রবেশ করল।
advertisement

ডুয়ার্সের অন‍্যতম প্রাচীন চা বাগান রায়মাটাং চা বাগান। ব্রিটিশ ভারতে ইউরোপীয়ন কোম্পানির অন্তর্গত ছিল এই চা বাগান। কিন্ত বর্তমানে এই রায়মাটাং চা বাগান রুগ্ন বাগানে পরিণত হয়েছে। শ্রমিকদের অনেক পাওনা গণ্ডা বাকি রয়েছে। নতুন মালিক পক্ষ থেকে শ‍্যামসুন্দর গোয়েল জানান বাগানে তিনি প্রবেশ করেছেন। তবে এনওসি সহ অন্যান্য প্রক্রিয়া পূরণ করতে আরও সময় লাগবে।

advertisement

আরও পড়ুনঃ সামাজিক মাধ্যমে ঢাকের আওয়াজ বাজছে মণ্ডপে! পেশার সঙ্কটে ঢাকিরা

 

 

চা বাগানটির স্বার্থে তিনি নতুন কিছু ভাববেন। শ্রমিকদের অনেক বকেয়া আছে সেগুলো সময়মত পরিশোধ করতে হবে। চা বাগানের অনেক কিছু উন্নয়ন করবেন তিনি। কালচিনি এলাকার বিশিষ্টজন গণেশ মাহালি জানান, এই বাগানে শ্রমিক কল্যাণ প্রয়োজন সবার আগে।তারা দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়েছেন। শ্যামসুন্দর গোয়েলের কোম্পানি প্রবেশ করেছে বন্ধ মধু চা বাগানে। সেই বাগানটি তিনি সাজিয়ে তুলছেন।

advertisement

আরও পড়ুনঃ শামুকতলায় চোলাই মদ-সহ গ্রেফতার আট

 

 

নিমতি চা বাগানটি সাজিয়ে গুছিয়ে রেখেছে। গণেশ মাহালি জানান, তাদের আশা এই নতুন মালিক রায়মাটাং চা বাগানকে সঠিক পথে পরিচালিত করবে। পাশাপাশি শ্রমিকদের বকেয়া টাকাগুলি মিটিয়ে দেবে। রায়মাটাং চা বাগান ঐতিহ্যশালী বাগান। এই বাগানটি সঠিকভাবে পরিচালিত হলে ভালো চা উৎপাদন করবে।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: দীর্ঘদিন বন্ধ থাকার পর নয়া মালিকের হাত ধরে নবরূপে ‌যাত্রা শুরু রায়মাটাং চা বাগানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল