বৃহস্পতিবার রাতে কালচিনি থানার অন্তর্গত নিমতি এলাকায় জাতীয় সড়কের পাশে একটি গাড়ি উল্টে পড়ে থাকতে দেখে টহলদারি পুলিশ ভ্যান। জাতীয় সড়কের ধারে গাড়িটিকে এমনভাবে পড়ে থাকতে দেখে তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। সেই সময় গাড়ির ভেতর থেকে পাওয়া যায় ২৫ কেজি গাঁজা।
কালচিনি থানার অধীনে থাকা নিমতি ফাঁড়ির পুলিশকর্মীরা এই গাঁজা উদ্ধার করেছেন। পর গাঁজা সহ গাড়িটি কালচিনি থানায় নিয়ে আসা হয়। পুলিশ গাড়িটি আটক করেছে। গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ঝুলন্ত রেস্তোরা, জোড়া সেলফি পয়েন্টে ভোল বদলে যাচ্ছে বাংলার এই শহরের
পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাঁজা উত্তর -পূর্ব ভারতের মণিপুর থেকে আসছিল। বাংলা, বিহারে পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত অন্য গাড়িকে টেক্কা দিতে গিয়ে এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। উপায় না পেয়ে চালক পালিয়ে যায় বলে পুলিশের ধারণা। কারণ গাড়ির আশেপাশে কাউকে দেখা যায়নি।
এমনিতে নিমতি মোড় এলাকায় সারাদিনই পুলিশের কড়া চেকিং চলে। তবে এই ঘটনার পর কড়াকড়ি আরও বাড়বে বলে পুলিশ সূত্রে খবর।
অনন্যা দে