আলিপুরদুয়ারের কালচিনিতে অবস্থিত এই ভাটপাড়া চা বাগান। সেখানে সোমবার দুপুরে এই পূর্ণবয়ষ্ক চিতাবাঘটি খাঁচাবন্দি করা হয়। সোমবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন বাগানের মধ্যে বন দফতরের পাতা ফাঁদে এই চিতাবাঘটি ধরা পড়েছে। তাঁরা সঙ্গে সঙ্গে বনকর্মীদের খবর দেন। এদিকে ফাঁদে ধরা পড়ে নিজেকে মুক্ত করার জন্য প্রবল তর্জন গর্জন করছিল চিতাবাঘটি। তা দেখে শ্রমিকরা কিছুটা ভয় পেয়ে যান। তবে অতিরিক্ত লাফঝাঁপ করার জন্য চিতাবাঘটিও আহত হয়েছে।
advertisement
আরও পড়ুন: এ যেন গুড় গোলা জল! আয়রনের আধিক্যে নাজেহাল মানুষ
চা বাগানের শ্রমিকদের থেকে খবর পেয়ে বনকর্মীরা ভাটপাড়া চা বাগানে এসে হাজির হন। এরপর খাঁচাবন্দি চিতাবাঘটিকে সেখান থেকে উদ্ধার করে রাজভাতখাওয়ায় নিয়ে যাওয়া হয়। পরে রাজাভাতখাওয়ার জঙ্গলে তাকে ছেড়ে দেন বনকর্মীরা। এই নিয়ে সপ্তাহ ঘুরতে না ঘুরতে দুটি চিতা বাঘ খাঁচাবন্দী হল কালচিনির দুটি আলাদা চা বাগান থেকে। চা শ্রমিকদের আশঙ্কা এখানকার চা বাগানের ঝোপ জঙ্গলে আরও চিতাবাঘ লুকিয়ে থাকতে পারে। এই ভয়ে অনেকেই চা বাগানের ভেতর ঢুকে কাজ করতে সঙ্কোচবোধ করছেন।
অনন্যা দে