TRENDING:

Alipurduar News: ডুয়ার্সের চা বাগান থেকে ফের চিতাবাঘ উদ্ধার

Last Updated:

সোমবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন বাগানের মধ্যে বন দফতরের পাতা ফাঁদে এই চিতাবাঘটি ধরা পড়েছে। তাঁরা সঙ্গে সঙ্গে বনকর্মীদের খবর দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ডুয়ার্সের চা বলয়ে চিতাবাঘের আনাগোনা আগের থেকে অনেকটাই বেড়েছে। মাঝেমধ্যে তারা মানুষকেও আক্রমণ করছে। চিতাবাঘের হানায় মৃত্যুর ঘটনাও একেবারে বিরল নয়। তবে এরই মধ্যে স্বস্তি দিয়ে ভাটপাড়া চা বাগান থেকে খাঁচাবন্দি করা হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘাতকে।
advertisement

আলিপুরদুয়ারের কালচিনিতে অবস্থিত এই ভাটপাড়া চা বাগান। সেখানে সোমবার দুপুরে এই পূর্ণবয়ষ্ক চিতাবাঘটি খাঁচাবন্দি করা হয়। সোমবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন বাগানের মধ্যে বন দফতরের পাতা ফাঁদে এই চিতাবাঘটি ধরা পড়েছে। তাঁরা সঙ্গে সঙ্গে বনকর্মীদের খবর দেন। এদিকে ফাঁদে ধরা পড়ে নিজেকে মুক্ত করার জন্য প্রবল তর্জন গর্জন করছিল চিতাবাঘটি। তা দেখে শ্রমিকরা কিছুটা ভয় পেয়ে যান। তবে অতিরিক্ত লাফঝাঁপ করার জন্য চিতাবাঘটিও আহত হয়েছে।

advertisement

আরও পড়ুন: এ যেন গুড় গোলা জল! আয়রনের আধিক্যে নাজেহাল মানুষ

চা বাগানের শ্রমিকদের থেকে খবর পেয়ে বনকর্মীরা ভাটপাড়া চা বাগানে এসে হাজির হন। এরপর খাঁচাবন্দি চিতাবাঘটিকে সেখান থেকে উদ্ধার করে রাজভাতখাওয়ায় নিয়ে যাওয়া হয়। পরে রাজাভাতখাওয়ার জঙ্গলে তাকে ছেড়ে দেন বনকর্মীরা। এই নিয়ে সপ্তাহ ঘুরতে না ঘুরতে দুটি চিতা বাঘ খাঁচাবন্দী হল কালচিনির দুটি আলাদা চা বাগান থেকে। চা শ্রমিকদের আশঙ্কা এখানকার চা বাগানের ঝোপ জঙ্গলে আরও চিতাবাঘ লুকিয়ে থাকতে পারে। এই ভয়ে অনেকেই চা বাগানের ভেতর ঢুকে কাজ করতে সঙ্কোচবোধ করছেন।

advertisement

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ডুয়ার্সের চা বাগান থেকে ফের চিতাবাঘ উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল