তাদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি হয়েছে সেতু গুলি। ঘরোয়া জিনিস ব্যবহার করে সেতুগুলির রূপ দেওয়া হয়েছে। কাঠ,দড়ি ব্যবহার করে রাস্তার দুপাশের গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। রাজাভাতখাওয়ার এই রাস্তাটি দিয়ে যেহেতু গাড়ি চলাচল করে তাই বন্যপ্রাণীদের সুরক্ষার দিকটি ভেবে দেখছে প্রশাসন। অকালে যাতে কোনও প্রাণীর প্রাণ না হারায় সেদিকটি দেখছে বন দফতর। বন্যপ্রাণীরা এই পথ ব্যবহার করছে বলে জানা গিয়েছে বন দফতরের তরফে।
advertisement
আরও পড়ুনঃ রেশনের কারচুপির অভিযোগে আলিপুরদুয়ারে পথ অবরোধ
উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণ হয়ে ওঠা বক্সা জাতীয় উদ্যানে ভিড় বেড়েই চলেছে। পাহাড়ের জঙ্গল ও নদীতে ঘেরা এই স্থানে প্রকৃতির কোলে বাঘ সহ নানা প্রজাতির পশু ও পাখির আনাগোনা। সেসব পর্যটকদের মুখ্য আকর্ষণে পরিণত হয়েছে। নিকটস্থ রাজাভাতখাওয়া কিংবা জয়ন্তী বন দফতরের অফিস থেকে অনুমতি নিয়ে জিপে বক্সা জাতীয় উদ্যানের অনেকটা ভেতরে প্রবেশ করা যায়। কপাল ভাল থাকলে দেখা মেলে বাঘ, হাতি সহ অন্যান্য বন্য প্রাণীদের।
Annanya Dey