TRENDING:

Dengue|| কালচিনিতে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, চিন্তায় স্বাস্থ্য দফতর

Last Updated:

Alipurduar Dengue: লাফিয়ে বাড়ছে কালচিনিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্তমানে একাত্তর জন আক্রান্ত ডেঙ্গিতে।চিন্তায় ব্লক স্বাস্থ্য দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: লাফিয়ে বাড়ছে কালচিনিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্তমানে ৭১ জন আক্রান্ত ডেঙ্গিতে। চিন্তায় ব্লক স্বাস্থ্য দফতর। কালীপুজোর আগের থেকে ডেঙ্গি পরিস্থিতি বেহাল হতে শুরু করে কালচিনি ব্লকে। যা নিয়ে চিন্তায় কালচিনি ব্লক প্রশাসন। গ্রামীণ সম্পদ কর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।
advertisement

কালচিনির প্রতিটি প্রান্তে স্বাস্থ্যকর্মী ও গ্রামীণ সম্পদ কর্মীরা পৌঁছে যাচ্ছেন। কোথাও জমা জল রয়েছে কি না তা দেখা হচ্ছে। পাশাপাশি স্প্রে করার কাজ চলছে। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষ কর্মকার জানান, 'ডেঙ্গি দমনে কাজ চলছে জোরকদমে। যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ বর্তমানে সুস্থ রয়েছে। হাসপাতালে ডেঙ্গি রোগী নেই।বাড়িতে রেখেই আক্রান্তদের চিকিৎসা চলছে।'

advertisement

আরও পড়ুনঃ কুয়াশা চিরে টয়ট্রেনে প্রথমবার রাত্রিকালীন সফর, দার্জিলিংয়ের নয়া উদ্যোগ শিহরন জাগাবে

কালচিনি ব্লকের বিভিন্ন চা বলয়ে ডেঙ্গি রুখতে মঙ্গলবার থেকেই চা শ্রমিকদের সচেতন করা হয় ও চা বলয়ের শ্রমিক মহল্লায় স্প্রে করা হচ্ছে। মঙ্গলবার গ্ৰামীণ সম্পদকর্মীরা ও ব্লক প্রশাসনের কর্মীরা শ্রমিক মহল্লায় ঘুরে শ্রমিকদের ডেঙ্গি নিয়ে সচেতন করায় এ ছাড়া কোথাও জল জমা আছে কিনা তা পরীক্ষা করে। তার আগে কালচিনি ব্লক প্রশাসনের তরফে জানান হয়েছিল, কালচিনি চা বলয়ে ডেঙ্গি আক্রান্তের হদিস মিললে গ্ৰামীণ সম্পদ কর্মীদের করা হতে পারে বহিস্কার।

advertisement

View More

আরও পড়ুনঃ পর্যটকদের জন্য দারুণ খবর! মাত্র ১০৫ টাকাতেই পৌঁছন দার্জিলিং, কীভাবে জানুন

কালচিনি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ডেঙ্গি নিয়ে বৈঠকে করা বার্তা দেন বিডিও। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যাতে না বাড়ে তার জন্য করা ভাষায় সম্পদকর্মীদের সচেতন করেন কালচিনি বিডিও ও ব্লক প্রশাসনের কর্তারা। বৈঠকে তারা সাফ জানিয়ে দেন, 'এলাকার প্রতিটি মানুষের বাড়িতে যেতে হবে, কোথাও যাতে জমা জল না থাকে এবং ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করতে হবে। যাতে কোনওভাবেই ডেঙ্গি কালচিনিতে বিস্তার লাভ করতে না পারে।'

advertisement

এ ছাড়াও বৈঠকে কর্মীদের জানানো হয়, 'কোনও এলাকায় ডেঙ্গি আক্রান্তের হদিস মিললে সে এলাকার গ্ৰামীণ সম্পদকর্মীদের শোকজ করা হবে এবং উপযুক্ত জবাব না পেলে তাদের বহিস্কার করা হবে।' কালচিনি ব্লক যাতে ফের ডেঙ্গির আঁতুরঘরে পরিণত না হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Dengue|| কালচিনিতে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, চিন্তায় স্বাস্থ্য দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল